মাঝি মাডোয়ার মাঝি বাবাকে বারো হাজার টাকা জরিমানা করা হলো শুকুর খাওয়ার অপরাধে
দিনাম খবর বিনপুর,:- মাঝি পারগানা মহলের পক্ষে থাকা বিরিডাঙ্গা গ্রামের মাঝি বাবার শূকর টিকে বন্য শূকর ভেবে খেয়ে ফেললেও শেষ অবধি মাঝি মাডোয়া পক্ষের ডাকুইশোল গ্রামের মাঝি বাবা হজম করতে পারেনি | মাঝি পারগানা মহলের অনুরোধে সামাজিক ভাবে ডাকা সত্ত্বেও আলোচনা তে উপস্থিত হয়নি | তবে পরবর্তীতে প্রশাসনের তৎপরতায় আজকে ৯ই ফেব্রুয়ারি বিনপুর থানাতে স্বয়ং I.C. মহাশয়ের মধ্যস্থতায় ডাকুইশোলের শূকর খাওয়া মাঝি বাবাকে অপরাধ স্বীকারোক্তি বশত নগদ বারো হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হয় বিরিডাঙ্গা গ্রামের মাঝি বাবার হাতে । উপস্থিত ছিলেন মাঝি পারগানা মহলের শিলদা মুলুক পারগানা বাবা উপেন্দ্রনাথ সরেন এবং মহলের আরও কর্মকর্তাগন | অপরদিকে মাঝি মাডোয়ার পক্ষে ছিলেন দিশম মাঝি পূর্নচন্দ্র সরেন |এতকিছুর পরেও সমস্যার জট কিন্তু থেকেই গেছে| কেননা মাঝি মাডোয়ার লোকেরা মাঝি পারগানা মহলের হলুদ-সবুজ "পতাকা" কে অপমান করেছে । যেটা মাঝি মাডোয়ার লোকেরা আদিবাসী(সাঁওতাল) দের সামাজিক ন্যায়-নীতির প্রতি চরমতম অবমাননার প্রকাশ করেছে ।

No comments:
Post a Comment