Dinamkhobar

Post Top Ad

Thursday, February 7, 2019

বালে মুলুঃ মাঘ সালে কর্মসূচি সফল লাভ করেছে ভারত জাকাত মাঝি পারগানা মহল

বালে মুলুঃ মাঘ সালে কর্মসূচি সফল লাভ করেছে ভারত জাকাত মাঝি পারগানা মহল
 দিনাম খবর:- আদিবাসী সমাজের রীতি অনুযায়ী আজ মাঘ মাস এর বালে মুলুঃ পে মাহা (অমাবস্যার তিন দিন)  এবং এই দিনে আদিবাসী সমাজের পূর্বপুরুষেরা মাঘ সালের পূজা করে থাকে।এই দিনে আদিবাসী সমাজের প্রথম বছরের প্রথম পূজা হিসাবে ধরা হয়। আদিবাসী সামাজের রিতি অনুযায়ী মাঘ মাস হল আদিবাসীদের বছরের প্রথম মাস এবং এই মাঘ মাসের আজকের দিনে অর্থাৎ অমাবস্যার তিন দিন পরে আদিবাসী সমাজের মাঘ সালে মাঘ পূজা করে থাকে় । কিন্তু বর্তমানে ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী হিসাব করে এই মাঘ মাসের পূজাটি আদিবাসীদের মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আদিবাসী সমাজের এই মাঘ সালের পূজাটি ক্যালেন্ডার উদ্ভব হওয়ার আগে তারা অমাবস্যার তিন দিন পরে এই পূজাটি করত।  আদিবাসী সমাজের কিছু পূর্ব পুরুষদের কাছে থেকে জানা যায় যে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ক্যালেন্ডারে উদ্ভব হয়েছে কিন্তু মানুষের উদ্ভব হয়েছে তার থেকেও প্রায় কয়েকশো বছর আগে  কিন্তু আদিবাসী সমাজের সেই সময়ে পূর্বপুরুষরা অমাবস্যার তিনদিন পরে এই মাঘ সালে মাঘ পূজাটি করত। আদিবাসী সমাজের সেই রীতি রেওয়াজ কে আরো সঠিকভাবে ধরে রাখার জন্য এবং এই আদিবাসী সমাজের মাঘ সালে পূজা টি আরো সঠিকভাবে গোটা দেশে যাতে আদিবাসী সমাজে সমানভাবে এবং নির্দিষ্ট দিনে হয় তারই প্রচেষ্টা চালাচ্ছে ভারত জাকাত মাঝি পারগানা মহল। এবং সে হারিয়ে যাওয়া রীতি-রেওয়াজ কে ধরে রাখার জন্য আজকের এই মহান দিনের মাঘ সালে পূজা টি ভারত জাকাত মাঝি পারগানা মহল এর অনেকটা সাফল্য লাভ করেছে। কেননা আদিবাসীরা প্রাকৃতির পূজারী এবং প্রাকৃতিক নিয়মচক্র দেখে তারা মাঘ সালে পূজা করত। সেই প্রাকৃতিক নিয়ম চক্র অনুযায়ী মাঘ সালে পূজা টি যাতে হয় এবং সেনিয়ে ভারত জাকাত মাঝি পারগানা মহল বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল এবং সেই কর্মসূচি আজকের এই মহান দিনে বিভিন্ন জায়গায় সম্পূর্ণ হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad