Dinamkhobar

Post Top Ad

Friday, January 4, 2019

আদিবাসীদের অভাব অভিযোগ শুনতে চাই না বিডিও সাহেব মৃণাল কান্তি বাগচি এমন ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান ফরিদপুর ব্লকে

 রবিন হেমব্রম পশ্চিম বর্ধমান ৪ঠা জানুয়ারি:- আদিবাসীদের অভাব অভিযোগ শুনতে চাই না বিডিও সাহেব মৃণাল কান্তি বাগচি এমন ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান ফরিদপুর ব্লকে। গতকাল পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতা এর উদ্যোগে আদিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে ফরিদপুর ব্লক বিডিও ডেপুটেশনের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু ফরিদপুর ব্লক বিডিও সাহেব ঐদিন আদিবাসী সংগঠন দের সঙ্গে বসতে চায় নি এবং তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের অভাব অভিযোগের কথা শোনার সময় পায়নি। সংগঠনের সেক্রেটারি দিলীপ সরেন এর সঙ্গে কথা বলে জানা যায় যে তারা


গত ২১ শে ডিসেম্বর লিখিত আকারে বিডিও সাহেব কে জানাই যে আমরা আগামী ২৮শে তারিখ আপনার নিকট আদিবাসীদের বিভিন্ন সমস্যার দাবি-দাওয়া নিয়ে আপনার কাছে হাজির হব কিন্তু বিডিও সাহেবের কোন সময় না থাকাতে বা সেদিন তার তাদের সঙ্গে আলোচনার সময় হবে না । তাই  বিডিও সাহেব নিজে তাদেরকে ৩রা জানুয়ারি তাদের সঙ্গে আলাপ আলোচনায় বসবে এবং সেই দিনে তাদেরকে  আসতে বলে। কিন্তু পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতা যথারীতি ৩রা জানুয়ারি অর্থাৎ গতকাল্ ফরিদপুর ব্লক এর বিভিন্ন অঞ্চলের আদিবাসী দের কে নিয়ে বিডিও সাহেবের নিকট বিডিও  ডেপুটেশনের জন্য হাজির হয়। কিন্তু সেই সময় জানা যায় যে বিডিও সাহেব ও পশ্চিম বর্ধমান পঞ্চায়েত সমিতির সভাপতি  জরুরী মিটিং এর জন্য ডি এম সাহেব এর কাছে গেছেন। সংগঠনের কর্তৃপক্ষ দের কাছে থেকে এটাও জানা গেছে যে সেদিন তারা বিএলআর ও  পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও সাহেবের নিকট  বসার জন্য লিখিত আকারে  জানিও তাদের কোনো ফল হয়নি এবং আদিবাসী সংগঠনের সঙ্গে আলোচনাতে বসার জন্য তারা মনে করেননি। সেই সময় বিডিও অফিসে পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিও সাহেব না থাকাতে অফিস কর্তৃপক্ষ দের কাছে থেকে খবর নেওয়ার চেষ্টা করলে পাল্টা তারা বলে যে আমাদের কাছে এরকম ইনফর্মেশন নেয় যে আজকে আদিবাসী দের ডেপুটেশন হবে বলে। সেই সময় পশ্চিম বর্ধমান আদিবাসী সংগঠনের কর্তৃপক্ষরা বিডিও সাহেব কে জানিয়ে দেওয়া লিখিত আকারে রিসিভ কপি দেখায় এবং সেই সময় অফিস কর্তৃপক্ষ  আর কোনো উত্তর দেয়নি। এবং সেই সময় ওই অফিস কর্তৃপক্ষ দের কাছে থেকে বিডিও সাহেব ও পঞ্চায়েত সমিতির সভাপতির ফোন নাম্বার সংগ্রহ করে তাদের সঙ্গে ফোনে যগাযোগ করা হয় কিন্তু সেই সময় বিডিও সাহেবের  ফোন সুইচ অফ আছে বলে জানা যায়। সেদিন পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতা  এর পক্ষ থেকে আদিবাসীদের বিভিন্ন সমস্যা অর্থাৎ আদিবাসীদের জাহের  স্থান দখলকারী জায়গা ও বাস্তুভিটার পাট্টা প্রদান এর জন এবং বহু আদিবাসি  এলাকাগুলিতে এখনো পানীয় জলের সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো যাতে সমাধান করা হয় এবং আরো অন্যান্য সমস্যা নিয়ে ঐদিন তারা ভিডিও সাহেবের নিকট দ্বারস্থ হন কিন্তু কোনো ফল হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad