Dinamkhobar

Post Top Ad

Saturday, January 5, 2019

আগামী ৮ও ৯ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ছাত্র যুব উৎসব

 দিনাম খবর শালবনি:- আগামী ৮ও ৯ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ছাত্র যুব উৎসব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ এবং শালবনি ছাত্র যুব উৎসব কমিটির পরিচালনায় শালবনি হাই স্কুল ময়দানে এই অনুষ্ঠানে শুভ সূচনা হবে । ছাত্র যুব উৎসব ৮ ই জানুয়ারি বিভিন্ন  স্কুলের ছাত্র-ছাত্রীদের কে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগীতা রাখা হয়েছে এবং আগামী ৯ই জানুয়ারি আদিবাসীদের বিভিন্ন  সামাজিক ও সাংস্কৃতিক  নিত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যুব কল্যাণ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আদিবাসী বিভিন্ন সামাজিক নৃত্যের জন্য সেই দিনে নাম নেওয়া হবে বলে জানা গেছে  শালবনি যুব কল্যাণ ছাত্র উৎসব কমিটির পক্ষ থেকে। ছাত্র যুব উৎসবের কমিটির পক্ষ থেকে এটাও জানা গেছে যে এই অনুষ্ঠানটি  প্রথমত ব্লক লেভেলে হবে এবং পরবর্তীতে জেলা ও রাজ্য লেভেলেও এই  অনুষ্ঠানটি হবে।

No comments:

Post a Comment

Post Top Ad