Dinamkhobar

Post Top Ad

Thursday, January 3, 2019

মাতৃভাষাতে শিক্ষার জন্য অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ মিছিল স্কুলের তালা বন্ধ করে


 দিনাম খবর  গরবেতা ৩ বুগড়ি মুলুক ৩রা জানুয়ারি:- ভারত জাকাত মাঝি পারগানা মহল এর ডাকে গরবেতা ৩ বুগড়ি মুলুকে  গতকাল থেকে অর্থাৎ ২রা জানুয়ারি থেকে সাঁওতালি ভাষা অল চিকি লিপিতে সুষ্ঠু শিক্ষার পরিবেশ তৈরি ও যথেষ্ট পরিমাণ  বিষয় ভিত্তিক শিক্ষক এর দাবিতে নেপুর  বিজলা  রানি হাই স্কুল ও দামোদরপুর ধীরেন্দ্র নাথ বিদ্যাপীঠে তালা বন্ধ করে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় অভিভাবকগণ। স্থানীয় অভিভাবকগণ ও ভারত জাকাত মাঝি পারগানা মহল এর কর্তৃপক্ষ দের কাছে থেকে জানা যায় যে আজ অবস্থান বিক্ষোভ এর দ্বিতীয় দিন অর্থাৎ ৩রা জানুয়ারি আজ পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের কোন প্রতিনিধি তাদের সঙ্গে দেখা করেননি এবং তাই আজও সেখানে অবস্থান বিক্ষোভ অনব্রত চলতে থাকে। কর্তৃপক্ষদের কাছে থেকে এটাও জানা যায় যে শিক্ষা দপ্তর বা শিক্ষামন্ত্রীকে লজ্জা হওয়া উচিত যে মাতৃভাষাতে শিক্ষার জন্য আদিবাসীদের কে আজ স্কুলে তালা বন্ধ করে অবস্থান বিক্ষোভ করতে হচ্ছে।কেননা তারা শিক্ষা সমস্যা নিয়ে ব্লক লেভেল থেকে শুরু করে জেলা লেভেল রাজ্য লেভেল পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন দাবি-দাওয়া তে তারা নানান দাবি পত্র পেস করে। কিন্তু তারা সেটাতেও  কোন ফল পায়নি বাধ্য হয়ে তাই তারা আজ স্কুলে তালা বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ মিছিলের ডাক দেওয়াতেও তারা কোন ফল পাচ্ছেনা বলে এটাও জানা যায়। কর্তৃপক্ষের কাছে থেকে শেষ মেষ এটাও জানা যায় যে  এই অনির্দিষ্টকালের বিক্ষোভ মিছিল চলতে থাকবে যতদিন পর্যন্ত তাদের দাবি-দাওয়ার সমস্যার সমাধান না হয়।


No comments:

Post a Comment

Post Top Ad