Dinamkhobar

Post Top Ad

Wednesday, January 2, 2019

হাতি দেখতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত এক।

ভরত হেমরম শালবনি ২রা জানুয়ারি:-গতকাল হাতি দেখতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত এক। এই ঘটনাটি ঘটেছে শালবনি ব্লকের জাড়া মিরগা তে।স্থানীয় সূত্রে জানা যায় যে গতকাল পাথর কুমকুমি রেঞ্জে ৭০-৮০টা হাতির দল  স্থানীয় গ্রামগুলিতে প্রচুর আলুর  ক্ষয় ক্ষতি করে। এবং সেই সময় গ্রামবাসীরা তাদেরকে তাড়ানোর ব্যবস্থা নেয় ও সেই সময়ই উত্তম সিং নামে ৩৫ বছরের মধ্য বয়সি এক বৃদ্ধাও তাদের সঙ্গে যাই। এবং হাতি তাদেরকে তাড়া করে এবং সেই সময় ওই বৃদ্ধা টি পালাতে না পারায় হাতির মুখামুখি হয়ে যায় এবং হাতি ধরে তাকে মেরে ফেলে। এ ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যা নাগাদ।

No comments:

Post a Comment

Post Top Ad