Dinamkhobar

Post Top Ad

Tuesday, January 1, 2019

ভারত দিসম মাঝি মান্ডোয়ার বিশাল জনসভা পশ্চিম মেদিনীপুর মোহনপুরে

 দিনাম খবর পশ্চিম মেদিনীপুর:-গত ৩০শে ডিসেম্বর ভারত দিশম মাঝি মাডোয়া এর বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুরের মোহনপুর  সংলগ্ন ময়দানে। ওই দিন সভাতে যোগদান করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সংগঠনের কর্মীরা। অর্থাৎ ঐদিন হুগলি বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম ও আরো অন্যান্য জেলা থেকে ওই সংগঠনের কর্মীরা উপস্থিত ছিল সেই প্রতিবাদ সভা তে। উপস্থি  ছিল সংগঠনের  দিশম মাঝি পূর্ণচন্দ্র সরেন পিকু মান্ডি পনৎ মাঝি কাত্তিক হাসদা সাধারণ সম্পাদক কেন্দ্রীয়কমিটি প্রদীপ হাঁসদা সভাপতি কেন্দ্রীয় কমিটি সলিল মান্ডি দিশম গডেত  রামজীবন মান্ডি সাধারণ সম্পাদক  গোপাল মুর্মু পনৎ নায়কে রবীন্দ্রনাথ সরেন জেলা মাঝি  রমেশ মূর্মু তল্লাট মাঝি খড়গপুর। পশ্চিম মেদিনীপুর জেলা মাঝে রবিন্দ্রনাথ সরেন এর কাছে থেকে জানা যায় যে অস্থি বিসর্জন নিয়ে এক শ্রেণীর মানুষ যাত্রী বাবাদের কাছে থেকে জোর জুলুম করে টাকা নিয়েছে এবং তারই প্রতিবাদে তারা ওই সভার ডাক দেয়। এটাও জানা যায় যে আদিবাসী সমাজে আদি পূর্ব কাল থেকে বা পূর্বপুরুষ থেকে কোন সার্টিফিকেট বা সিদ সাকাম এর প্রচলন ছিল না এবং আজকে সেই শীদ সাকাম এর বিনিময়ে যাত্রী বাবাদেরকে জোর জুলুম করে তাদের কাছে থেকে টাকা নেওয়া হচ্ছে। এবং পীড় মাঝি বা আতো মাঝি পারমিশন ছাড়া তাদের কে ঘাটে নামতে দেওয়া হচ্ছিল না এবং তাদেরকে গ্রাম থেকে এক ঘর করে দেওয়া হচ্ছিল।তারই প্রতিবাদে ওই দিন পনৎ নায়কে গোপাল মুর্মু  তীব্র ভাষাতে ভারত জাকাত মাঝি পারগানা মহল কে কটাক্ষ করেন। তিনি জানান যে আজকাল ভারত জাকাত মাঝি পারগানা মহল এর কাজকর্ম দেখে মোটেই খুশি নয় অর্থাৎ আজকাল ভারত জাকাত মাঝি পারগানা মহল কোথাও  পথ অবরোধ করছে কোথাও আবার রেল অবরোধ করছে আবার কোথাও স্কুল সেন্টার অবরোধ করছে এ নিয়ে তিনি তীব্র নিন্দা করেন। ভারত জাকাত মাঝি পারগানা মহল এর এইসব কাজ ও কর্ম দেখে ঐদিন গোপাল বাবু ভারত জাকাত মাঝি পারগানা মহল কে নতুন নামে নামকরণ করেন অর্থাৎ তাদেরকে তিনি ভারত ডাকাত ভাওতাবাজি পারগানা মহল বলে নামকরণ করেন। এবং তিনি ভারত জাকাত মাঝি পারগানা মহল এর কাছ থেকে দূরে থাকার নির্দেশ দেন। অর্থাৎ এক কথায় তিনি বলেন যে ভারত জাকাত মাঝি পারগানা মহল হইতে সাবধান। কেননা সাধারণ মানুষকে তারা যেভাবে হেনস্তার অপমান ও প্রতারণা করছে তার বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে তার এই বার্তাটা।

কেননা তিনি এটাও উল্লেখ করেন যে গত বছর ভারত জাকাত মাঝি পারগানা মহল চাকরি দেবার নাম করে হাজার হাজার মানুষের কাছে থেকে তাদের ডকুমেন্টস নিয়ে থাকে এবং তা আজ পর্যন্ত কিছু করতে পারেনি। তারই এই বার্তাটিতে গোপাল বাবু বলেন যে এই সব অসামাজিক কার্যক্রম এবং প্রতারণামূলক কাজ কার্যক্রমের প্রতিবাদ আমরা সবাই মিলে জানাবো এবং ভারত দিসম মাঝি মাডওয়া এর পাশে থাকব। ওই দিন ভারত দিসম মাঝি মন্ডোয়া এর জনসভাতে হাজার হাজার মানুষের উপস্থিত হয়। এবং ভারত দিশম মাঝি মাডোয়া এর পক্ষ থেকে এটাই ঘোষণা করা হয় যে আমরা সবাই মিলে সরকারের কাছে আবেদন করব এবং অস্থি বিসর্জন ঘাটে উন্নত করা হয় এবং সেচের ব্যবস্থা করা হয় এবং এখানে যাত্রী সেড তৈরি করা হয় তার ব্যবস্থা জন্য আমরা ভারত দিশা মাঝি মাডোয়ার পক্ষ থেকে এই আবেদন রাখব। এবং আমাদেরকে কোন রকম ভাবে প্রতারণার শিকার না হতে হয়। এবং ওই দিন ওই প্রতিবাদ সভা টি  আদিবাসী সংস্কৃতি অরগেসটার মাধ্যমে শেষ করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad