Dinamkhobar

Post Top Ad

Wednesday, January 2, 2019

প্রথম বছরে প্রথম স্কুল খোলাতে অনির্দিষ্টকালের জন্য তালাবন্ধ গরবেতা ৩নম্বর ব্লকের দুটি স্কুল

                দামোদরপুর ধীরেন্দ্র নাথ বিদ্যাপীঠ 
দিনাম খবর গরবেতা ২রা জানুয়ারি:- গড়বেতা ৩ নম্বর ব্লকের দুটি স্কুলে অর্থাৎ  নেপুুরা বিজলা রানি হাই স্কুল ও দামোদরপুর ধীরেন্দ্র নাথ বিদ্যাপীঠ আজ সকাল থেকে তালা বন্ধ করে অনির্দিষ্টকালের বিক্ষোভ মিছিল প্রদর্শন করছে ভারত জাকাত মাঝি পারগানা মহল। পারগানা মহলের কর্তৃপক্ষের বাবলু মূর্মু এর কাছে থেকে জানা যায় যে গরবেতা ৩নম্বর ব্লকের দুটি ইস্কুল অর্থাৎ  নেপুুরা বিজলা রানি হাই স্কুল ও দামোদরপুর ধীরেদ্র নাথ বিদ্যাপীঠ বর্তমানে সাঁওতালি মিডিয়াম ওই দুটি স্কুলে বহু আদিবাসী ছাত্র ছাত্রী পাঠরত কিন্তু সেখানে যথেষ্ট শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকের অভাব আছে এবং এনিয়ে তারা ব্লক লেভেল থেকে শুরু করে জেলা লেভেল পর্যন্ত তারা শিক্ষা দপ্তরে জানিও তাদের কোনো ফল হয়নি এবং বাধ্য হয়ে তারা আজ ২রা জানুয়ারি ছাত্র-ছাত্রীদের কে নিয়ে তারা এই পথে নামতে বাধ্য হয়। তাদের দাবি যে ওই দুটি স্কুলে যথেষ্ট পরিমাণে শিক্ষক ও শিক্ষাসামগ্রী না পাওয়া পর্যন্ত তারা ওই অবস্থান বিক্ষোভ মিছিল থেকে সরবেনা।
নেপুুরা বিজলা রানি হাই স্কুল
মহলের কর্তৃপক্ষের কাছে থেকে এটাও জানা যায় যে বিজলা রানি হাই স্কুলে সেখান এখন ফাইভ থেকে এলেভেনে ৩৫ জন ছাত্র-ছাত্রী আছে এবং সেখানে একটি মাত্র শিক্ষিকা আছে  ও অপর স্কুল দামোদরপুর  স্কুলে যেখানে ৬৫ জন ছাত্র-ছাত্রী ফাইভ থেকে এলেভেন পর্যন্ত আছে সেখানে মাত্র ৫ জন শিক্ষক শিক্ষিকা আছে! তারা জানায় যে ওই দুটি স্কুলের মধ্যে বিষয় ভিত্তিক শিক্ষক অতিশীঘ্র নিয়োগ না হলে এবং যথেষ্ট পরিমাণ শিক্ষা সামগ্রিক না দেওয়া পর্যন্ত তারা ওই বিক্ষোভ মিছিল থেকে সরবে না। আজ সারাদিন ওখানে বিক্ষোভ মিছিল চলাতে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ শিক্ষকরা আজ ইস্কুলে প্রবেশ করতে পারেনি এবং আজকে নতুন বছরের প্রথম দিনে প্রথম স্কুল খোলাতে তারা চরম দূর্ভোগে পড়ে এবং অন্যান্য মিডিয়ামের ছাত্রছাত্রীরাও চরম দূর্ভোগে পড়ে। মহলের কর্তৃপক্ষ থেকে জানা যায় যে ওই দুটি স্কুলের মধ্যে অবস্থান বিক্ষোভ চলাতে ব্লক বা জেলা লেভেল থেকে আজ সারা দিনে কোন প্রতিনিধি তাদের সঙ্গে দেখা করার মনে করেনি। এবং এই অবস্থান বিক্ষোভ মিছিল তারা অনির্দিষ্টকালের জন্য চালাবে বলে তারা জানায়।

No comments:

Post a Comment

Post Top Ad