দিনাম খবর খাতড়া ৩০শে ডিসেম্বর:- ইন্দপুর ব্লকের বাগডিয়া হাইস্কুলে সান্তালি মিডিয়ামের ছাত্র ছাত্রীদের ফ্রি কোচিং এর ব্যবস্থা করে হয়েছিল তার আজ শেষ দিন। সানতালি মিডিয়ামের ছাত্র ছাত্রীদের এই ফ্রি কোচিং এর ব্যবস্থা চালু হয়েছিল গত কুড়ি ডিসেম্বর থেকে এবং তা আজ শেষ হচ্ছে।ওখানকার স্থানীয়দের সঙ্গে আলোচনা করে জানা যায় যে সান্তালি মিডিয়ামে ছাত্র ছাত্রীরা বর্তমানে স্কুলে পাঠরত কিন্তু সঠিকভাবে কোন টিউশনি না পাওয়াতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানা যায়। বর্তমানে সাঁওতালি মিডিয়ামে পাঠরত ছাত্র ছাত্রীরা সঠিকভাবে টিউশনি এবং স্কুলের সঠিক শিক্ষার পরিকাঠামো শিক্ষকের অভাবে তাদেরকে বহু সমস্যায় পড়তে হচ্ছে। এবং ফাইভ টু এলেভেন পর্যন্ত সঠিকভাবে বিষয় ভিত্তিক শিক্ষক না থাকাতে বর্তমান ছাত্র ছাত্রীরা খুব সমস্যায় পড়েছে।
দিনাম খবর খাতড়া ৩০শে ডিসেম্বর:- ইন্দপুর ব্লকের বাগডিয়া হাইস্কুলে সান্তালি মিডিয়ামের ছাত্র ছাত্রীদের ফ্রি কোচিং এর ব্যবস্থা করে হয়েছিল তার আজ শেষ দিন। সানতালি মিডিয়ামের ছাত্র ছাত্রীদের এই ফ্রি কোচিং এর ব্যবস্থা চালু হয়েছিল গত কুড়ি ডিসেম্বর থেকে এবং তা আজ শেষ হচ্ছে।ওখানকার স্থানীয়দের সঙ্গে আলোচনা করে জানা যায় যে সান্তালি মিডিয়ামে ছাত্র ছাত্রীরা বর্তমানে স্কুলে পাঠরত কিন্তু সঠিকভাবে কোন টিউশনি না পাওয়াতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানা যায়। বর্তমানে সাঁওতালি মিডিয়ামে পাঠরত ছাত্র ছাত্রীরা সঠিকভাবে টিউশনি এবং স্কুলের সঠিক শিক্ষার পরিকাঠামো শিক্ষকের অভাবে তাদেরকে বহু সমস্যায় পড়তে হচ্ছে। এবং ফাইভ টু এলেভেন পর্যন্ত সঠিকভাবে বিষয় ভিত্তিক শিক্ষক না থাকাতে বর্তমান ছাত্র ছাত্রীরা খুব সমস্যায় পড়েছে।

No comments:
Post a Comment