Dinamkhobar

Post Top Ad

Tuesday, January 29, 2019

আদিবাসীদের সঙ্গে আলোচনায় বসতে চাইনা পশ্চিম বর্ধমান ডিএম সাহেব

 আদিবাসীদের সঙ্গে আলোচনায় বসতে চাইনা পশ্চিম বর্ধমান ডিএম সাহেব
 দিনাম খবর পশ্চিম বর্ধমান ২৯শে জানুয়ারি:- আদিবাসীদের সঙ্গে আলোচনায় বসতে চাইনা ডিএম সাহেব।এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানে। গত ২৮শে জানুয়ারি নামোকেশিয়া জমি রক্ষা কমিটি ও পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতা এর যৌথ উদ্যোগে আদিবাসীদের নানান সমস্যা ও অভাব অভিযোগ নিয়ে ডিএম সাহেবের নিকট ডেপুটেশনের ডাক দেওয়া হয়। সংগঠনের কর্মী দেবদাস সরেন জানান যে যথারীতি ভাবে ডিএম সাহেবকে আমরা দশ দিন আগে লিখিতভাবে জানাই যে আমরা আগামী ২৮শে জানুয়ারি আপনার নিকট আদিবাসীদের নানান সমস্যা নিয়ে ডেপুটেশনের ডাক দিয়েছি এবং সেই দিন ওই ডিএম সাহেব এর কাছে থেকে লিখিত আকারে সেই স্মারকলিপির রিসিভ কপি পাওয়া যায়।গতকাল নামোকেশিয়া জমি রক্ষা কমিটি ও পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতা এর যৌথ উদ্যোগে যখন ডিএম সাহেবের নিকট কয়েকহাজার আদিবাসী ডেপুটেশনে যায় এবং সেই সময় জানা যায় যে ডিএম সাহেব জরুরী মিটিং এর জন্য অফিসে নেই। পশ্চিম বর্ধমানে অনুরুপ ঘটনা ঘটল দ্বিতীয়বার ডিএম সাহেবের নিকট অর্থাৎ পশ্চিম বর্ধমানের ফরিদপুর ব্লকে গত ৩রা জানুয়ারি সেই পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতা এর উদ্যোগে বিডিও সাহেবের নিকট আদিবাসি দের নানা দাবি দাওয়া নিয়ে ডেপুটেশনের ডাক দেওয়া হয়েছিল এবং যথারীতি তা কেউ লিখিত আকারে জানানোর পরেও সেখানও বিডিও সাহেব উপস্থিত ছিলেন না অর্থাৎ তিনি সেদিনও জরুরী মিটিং এর জন্য অফিসে ছিলেনা।সেখানেও আদিবাসীদের জমি জায়গা নিয়ে ডেপুটেশন ছিল।এবং আজকেও সেই একই ঘটনা ঘটল পশ্চিম বর্ধমান ডিএম সাহেবের নিকট।

পরে সংগঠনের শীর্ষ নেতারা এডিএম সাহেবের সঙ্গে আলোচনায় বসে এবং আদিবাসীদের জমি জায়গা গুলো দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর ধরে দখল করে আছে সেসব জায়গাগুলোকে কেড়ে নিয়ে জায়গাগুলোতে পুকুর খনন করা হচ্ছে, আদিবাসীদের জাহের স্থানগুলো কে কেড়ে নেওয়া হচ্ছে । এবং আরো অন্যান্য দাবি নিয়ে সেই দিন ডিএম সাহেব এর বদলে এডিএম সাহেব কে জানানো হলো। এবং এডিএম সাহেব জানান যে আমাদের নজরের মধ্যে এই রকম কোন ঘটনা ঘটেনি এবং যদিও এরকম ঘটনা ঘটে তা অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

No comments:

Post a Comment

Post Top Ad