Dinamkhobar

Post Top Ad

Monday, January 28, 2019

এক দিনের সাঁওতালি উইকিপিডিয়া হোয়াটস্যাপ ট্রেনিং

এক দিনের সাঁওতালি উইকিপিডিয়া হোয়াটস্যাপ ট্রেনিং
 দিনাম খবর শান্তিনিকেতন:- আগামী ২৯শে জানুয়ারি বিশ্বভারতী শান্তিনিকেতনে একদিনের জন্য শুরু হবে সানতালি উইকিপিডিয়া হোয়াটসব ট্রেনিং। এই ট্রেনিং টি শুধুমাত্র বিশ্বভারতী শান্তিনিকেতনের ছাত্র-ছাত্রীদের কে নিয়ে হবে। এই সাঁওতালি উইকিপিডিয়া হোয়াটস্যাপ ট্রেনিং টি বাংলাদেশ নেপাল এবং আমাদের দেশেও সর্বোত্তম চলতে থাকবে। সাঁওতালি উইকিপিডিয়া এডমিন মানিক সরেন জানান যে আমাদের এই সাঁওতালি ভাষা অলচিকিতে উইকিপিডিয়া  ভালোভাবে প্রচারিত হয় তার জন্য এই ট্রেনিং তিনি বিভিন্ন দেশে করছেন। তিনি এটাও জানান যে আমাদের আদিবাসী সমাজের সমস্ত কিছু  সঠিকভাবে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেন ফুটে ওঠে এবং ব্যবহার কিভাবে করতে হবে এবং কিভাবে এখানে আর্টিকেল লিখেতে হবে তা তিনি নিখুঁতভাবে সমস্ত জাগাতে শিখাচ্ছেন।

1 comment:

  1. Please contact me sir 8016445215/sudiphansda7601@gmail.com

    ReplyDelete

Post Top Ad