Dinamkhobar

Post Top Ad

Sunday, January 27, 2019

দাঁতন থানা ঘেরাও ধিক্কার ও প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মহল

দাঁতন থানা ঘেরাও ধিক্কার ও প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মহল
 দিনাম খবর দাঁতন :- অনির্দিষ্টকালের জন্য দাঁতন থানা ঘেরাও বাজার বন্ধের ডাক দিয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মহল। সেদিন ধিক্কার ও প্রতিবাদ মিছিলেরও ডাক দেওয়া হয়েছে মিথ্যা মামলায় মাঝি বাবাদেরকে জড়িয়ে দেওয়ার জন্য। গত ১৭ই জানুয়ারি মকর সংক্রান্তি আখন পরবের দিনে আদিবাসীদের চিরাচরিত নিয়ম অনুযায়ী অস্থি বিসর্জন হয়। মাঝি বাবা ও পারগানা বাবাদের অনুমতিতে এদিন দাঁতন এক নম্বর সদরঘাটে  অস্থি বিসর্জন সম্পূর্ণ হবে তাই পারগানা বাবারা যথাসময়ে দাঁতন থানার আইসি কে অবগত করেন। দাঁতন থানার আইসি সাহেবকে লিখিত ভাবে অবগত করার পরেও ওই এলাকার কিছু ধর্মবিরোধিতা মানুষ ও আইসি সাহেবের প্রচেষ্টায় সেদিন আদিবাসীদের সেই মাঙ্গলিক অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এবং কিছু মাঝি বাবাও পারগানা বাবাদের নামে মিথ্যা মামলা রুজু করে। ভারত জাকাত মাঝি পারগানা মহল এর কর্তৃপক্ষের কাছে থেকে জানা যায় যে এতে প্রশাসন আমাদেরকে জাতিগতভাবে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা চালাচ্ছে। এবং এর জন্য আমরা আগামী ৩০শে জানুয়ারী  বুধবার সমগ্র দাতন বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক  দেওয়া হয়েছে। সেদিনই দাঁতন থানা ঘেরাও করে ধিক্কার ও প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad