Dinamkhobar

Post Top Ad

Monday, January 14, 2019

আদিবাসী মাঝি বাবাকে বেধড়ক মার কোন কারণ না দেখিয়ে, বোলপুর মহিলা থানা ঘেরাও

 আদিবাসী মাঝি বাবাকে বেধড়ক মার কোন কারণ না দেখিয়ে, বোলপুর মহিলা থানা ঘেরাও
দিনাম খবর শান্তিনিকেত ১৪ই জানুয়ারি:-শান্তিনিকেতনের বালিপাড়ায় আদিবাসীদের মোড়লকে মারধর করার অভিযোগে বোলপুর মহিলা থানা ঘেড়াও করল আদিবাসীরা। থানা ঘেড়াও করে চলতে থাকে বিক্ষোভ।
অভিযোগ, গত শনিবার রাতে বাদনা উৎসব চলাকালীন একটি অশান্তির খবর পেয়ে থানা সংলগ্ন বালিপাড়া গ্রামে যায় মহিলা থানার পুলিশ। সেই সময় গ্রামের মোড়ল রোহিত হাঁসদাকে মারধর করে মহিলা থানার ওসি ও তাঁর গাড়ির চালক। পুলিশ সাদা পোষাকে ছিল বলেও অভিযোগ৷ এদিন মোড়লের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত অভিযোগও দায়ের করে পুলিশ। এরপরেই গ্রামের আদিবাসীরা এসে বোলপুর মহিলা থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। তাদের দাবী পুলিশকে মোড়লের বিরুদ্ধে আনা মামলা তুলে নিতে হবে।যতক্ষন না তাদের দাবী মানা হবে ততক্ষন এই ঘেরাও চলবে। 

No comments:

Post a Comment

Post Top Ad