শালবনী ভঞ্জ মুলুক ধরম গাড়ের পাট্টা প্রদান করা হল ভঞ্জ মুলুক পারগানা বাবা এর হাতে
দিনাম খবর শালবনি ১৩ই জানুয়ারি:- ভঞ্জ মুলুক শালবনি ধরম গাড়ের(জাহের থানের) পাট্টা মিলল। আজ শালবনী ব্লকের খসলা ইন্দুমতী হাইস্কুলে আদিবাসী মেলা অনুষ্ঠিত হয়। এবং আদিবাসীদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার শুভ সূচনা করা হয় এবং আদিবাসী বিশিষ্ট সমাজসেবী দের নিয়ে এই আদিবাসি মেলার আয়োজন করা হয়। ঐদিন উপস্থিত ছিল ভারত জাকাত মাঝি পারগানা মহল এর বিশিষ্ট সমাজসেবী ভঞ্জ মুলুক পারগানা বাবা সনাতন হেমরম ভঞ্জ মুলুক গডেত বাবা মুনু মুর্মু এবং ভঞ্জ মুলুক ঝান ফুলো তিরলা গাঁওতা এর নেত্রী জ্যোৎস্না টুডু। এবং উপস্থি ছিল শালবনি ব্লকের জয়েন বিডিও এবং পি ডাবলু ম্যাডাম তাছাড়া উপস্থিত ছিল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ভুমি কর্মদক্ষ দপ্তরের নেপাল সিংহ মহাশয়। এবং ঐদিন জেলা পরিষদের ভুমি কর্মদক্ষ নেপাল সিংহ মহাশয় এর হাত দিয়ে ভারত জাকাত মাঝি পারগানা মহল শালবনি ব্লক ভঞ্জ মুলুক পারগানা বাবার হাতে ভঞ্জ মুলুক ধরম গাড়ের পাট্টা প্রদান করা হলো।পারগানা বাবা জানায় যে তারা বহুদিন ধরে জাহের থান অর্থাৎ ধরম গাড়ের পাট্টার জন্য আবেদন করছিল ভূমি সংস্কার দপ্তরে কিন্তু তা আজ তাদের এই স্বপ্ন পূরণ হয়েছে। পারগানা বাবা এটাও জানায় যে শুধু শালবনি ব্লক ধরম গাড়ের নয় তাদের প্রতিটি অঞ্চলে অর্থাৎ প্রতিটি পীড়ের আদিবাসী গ্রামগুলোতে অবিলম্বে যাতে জাহের স্থানের পাট্টা প্রদান করা হয় তাও তিনি ভূমি কর্মদক্ষ দপ্তর এর নিকট আবেদন জানাই।


No comments:
Post a Comment