Dinamkhobar

Post Top Ad

Thursday, January 10, 2019

পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা পারগানা বাবা রবিন টুডুর বিশেষ প্রতিবেদন

 পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা পারগানা বাবা রবিন টুডুর বিশেষ প্রতিবেদন
১লা জুলাই, ২০১৬ |আমি ও দিশম পারগানা বাবা ,জেলা গোডেত বাবা সাথে কয়েক জন দরদী ব্যাক্তিদের নিয়ে চলেছি দাঁতন থানার পুরুন্দা গ্রামে যেখানে ৪৯ টি আদিবাসী পরিবার কে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে ঐ গ্রামের মানুষ |(প্রসঙ্গ ভিন্ন তাই ঘুরিয়ে দিলাম ) ফেরার পথে মোগলমারী গ্রামের আদিবাসী রা আমাদের থামিয়ে বললেন তাদের জাহের থান ধ্বংস করে গড়ে উঠবে ইমারত ,বুদ্ধ মিউজিয়াম |মাঝি বাবাকে ভয় দেখিয়ে ওরা সেই সম্মতি নিয়েছে |মাঝি বাবার কাতর আবেদন জাহের থান যাক বেঁচে তো থাকি |!!!!!
আমি গলা উঁচিয়ে বুক চিতিয়ে সেদিন বলেছিলাম জা..হে....র.....থা......ন.....দেব না |আমি হয়ে গেলাম সরকার বিরোধী ,উন্নয়ন বিরোধী | এই তকমা মাথায় নিয়ে আমি লড়াই করে গেলাম ঐ জায়গার রাজনৈতিক নেতাদের অপপ্রয়াস এর বিরুদ্ধে | শুধু মাত্র জাহের থানের জন্য |সরকারী ভাবে অনেক আলোচনা হওয়ার পরেও সমাধান না হওয়ায় আমি ২০১৭ সালে ২৭ নভেম্বর মাননীয়া মূখ্যমন্ত্রী মহোদয়াকে লিখিত ভাবে জানাই জেলা পর্যায়ে একটা আলোচনা আহ্বান করার জন্য | ইতিমধ্যে রাজ্যে ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচন হল | রাজনৈতিক টালবাহানায় ঐ এলাকায় কিছু মানুষ বিক্ষুব্ধ হয়ে নির্বাচনে অংশ গ্রহন করলেন এবং শোচনীয় ভাবে পরাজিত হলেন |যেহেতু Bjmpm কোনো রাজনীতি কে সমর্থন করেনি ,তাদের রাগ এসে পড়ল আমার উপরে |পরে ঐ দলে যোগদান করে এবং গোপনে নিঃশর্তে জাহের থান দেওয়ার কথা ঘোষণা করে |আমরা পুনরায় জাহের থান রক্ষার কাজে আন্দোলন করলাম | ওরা আমার বিরুদ্ধে ব্যাক্তি স্বার্থের অভিযোগ তুলে হ্যান্ডবিল ছড়ায় |আদিবাসী মানুষ কে আমার থেকে সরানোর অপ প্রচেষ্টাও শুরু হল |না তাও পারলনা |
অবশেষে গত ০২|০১|২০১৯ তারিখ মাননীয় Sdo সাহেব খড়গপুর ,একটি আলোচনা সভার আহ্বান করেন মাননীয় Dm সাহেব পশ্চিম মেদিনীপুর ,এর আদেশে | গ্রামের মাঝি বাবার বক্তব্য ~ আমি জাহের থান ও বৌদ্ধ বিহার তথা মিউজিয়াম দুটোই চাই ~...ঐ আলোচনা সভায় আমার বক্তব্য...়়়
১| আমি বিশেষ কোনো আত্মীয়তা সূত্রে আবদ্ধ না হলে আমি বা আমার বংশের কেউ ঐ মাটিতে পা দেবেনা | ২| একমাত্র ঐ জাহের থান ছাড়া আমার ধর্ম থাকবেনা এমন টাও নয় ,কারণ আমি এক মাঝি বাবার অধীন আছি |
কিন্তু জেলার আদিবাসী মানুষ গন যেহেতু আমাকে গুরুত্বপূর্ণ পদে রেৃখেছেন তাই এ বিষয়ে আমি দায়ীত্ববান |
শর্ত...১| জাহের থানের পাট্টা দিতে হবে .....২|জাহের থানের সুনির্দষ্ট জায়গা ছেড়ে দিতে হবে ...৩|জাহের থানের রীতি নীতি অক্ষুন্ন রাখতে হবে....৪|সোনালী চতুর্ভূজ জাতীয় সড়ক হওয়ার সময় ১৫ টি পরিবার কে সরানো হয়েছিল ,তাদের অবিলম্বে পাট্টা দিতে হবে |.....এই সমস্ত দাবী পূরণ না হলে আলো চনা নয়.....এগুলি যদি আমার ব্যক্তিগত স্বার্থ হয় তাহলে তাই !!!
আমি দাবি করেছি..৫|ঐ স্থানে যে সমস্ত কর্মী নিয়োগ হবে তারা যেন ঐ গ্রামের আদিবাসীরাই হয় .......৬| মিউজিয়ামের একটি তলা যেন আমাদের জন্য দেওয়া হয় যেখানে পরম্পরা বস্তু গুলি রাখা থাকবে |
আমার ব্যাক্তিগত স্বার্থ এই ,আজ যদি আমাদের মোগলমারি জাহের থান কেড়ে নেয়, আগামী দিনে সমস্ত গুলি ওরা কেড়ে নেবার সাহস পাবে....তাই আমি জাহের গাড় আন্দোলন করেছি...যদি এটা আমার ব্যাক্তিগত স্বার্থ হয় তো হাজার বার এই রকম আন্দোলন করব |
আমি ভয় পাচ্ছি এখনো সম্পূর্ণ বৈপরিত্যের প্রায় সহাবস্থান চিরন্তন থাকবেতো ?

1 comment:

Post Top Ad