সাঁওতালি মিডিয়াম ছাত্র-ছাত্রী দের ভবিষ্যৎ নিয়ে অভিভাবক মতামত
দিনাম খবর সি কে রোড:- এই বছর অর্থাৎ ২০১৯ সালে গত বছর তুলনায় সাঁওতালি মিডিয়ামের ছাত্র ছাত্রীদের আগ্রহ ও উৎসাহ চোখে পড়ার মতন দেখা যায়। এবং এই বছর বেশিরভাগ ছাত্র ছাত্রীরাই যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছিল তারা এ বছর সাঁওতালি মিডিয়ামে আসছে এবং তাদের নিজের মাতৃভাষায় সাঁওতালিতেপড়াশোনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। দিনাম খবর এর পক্ষ থেকে নেপুরা বিজলা রানি হাই স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে জানা যায় যে বাংলা মিডিয়ামে তারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছে কিন্তু তাদের সেখানে বুঝতে অনেক অসুবিধা হতো কিন্তু তারা এখন হাই স্কুলে সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা করছে এবং সেখানে তাদের পড়াশোনার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এবং তাই তারা বাংলা মিডিয়া পড়াশোনা না করে তারা সান্তালি মিডিয়ামে পড়াশোনা করতে বেশি উৎসাহিত ও আগ্রহ হয়। এবং ওখানকার কিছু স্থানীয় অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায় যে ২০১৮ সালে প্রথম সাঁওতালি মিডিয়ামে নেপুর হাই স্কুল থেকে পাঁচ জন স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবং সেখান থেকে একজন স্টুডেন্ট পশ্চিমবঙ্গের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে। এবং তারা জানায় যে সেই মুহুর্তেই সেই স্কুলে মাত্র একজন টিচার ছিল এবং সেখান ফাইভ থেকে টেন পর্যন্ত ক্লাস চলছিল। ছিল না ঐ স্কুলে শিক্ষার সঠিক পরিকাঠামোর ব্যবস্থা এবং ছিল না ঐ ছাত্র-ছাত্রীদের জন্য কোচিং বা টিউশনের ব্যবস্থা।
তবুও সেই পরিস্থিতিতে সেই স্কুল থেকে সাঁওতালি মিডিয়ামের পশ্চিমবঙ্গের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে এতে অভিভাবকগণ দের এবং স্কুলের গর়ব বলে তারা জানায়। তারা জানায় যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করলে তা সম্ভব হতো না কিন্তু সাঁওতালি মিডিয়াম মাতৃভাষাতে পড়াশোনার জন্য আদিবাসী ছাত্র ছাত্রীরা তাই আজ পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে। এবং কিছু অভিভাবকগণ দের কে প্রশ্ন করা হলে যে তোমাদের ছাত্র ছাত্রী আজ সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা করবে তাদের ভবিষ্যৎ কি হবে তারা কি এখান থেকে পড়াশোনা করে চাকরি পাবে? উত্তরে অভিভাবকগণ জানাই আজ বাংলা মিডিয়ামে যে সমস্ত আদিবাসী ছাত্র ছাত্রী পড়াশোনা করেছে তাদের বেশিরভাগই দেখা গেছে পড়াশুনা করা ও না করার সমান হয়ে গেছে তাই সেই কোথায় ভেবে তারা আজ তাদের ছাত্র-ছাত্রীদেরকে সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা করতে বাধ্য হয়েছে! বাংলা মিডিয়ামে পড়াশোনা করে চাকরির ক্ষেত্রে বহু লক্ষাধিক টাকার অংক না থাকলে চাকরির কোন আশা নেই। এবং বহু ছাত্রছাত্রী বেকার হয়ে আছে সেই কথাই ভেবে সেই রকম বেকার ভেবে তারা তাদের ছাত্রছাত্রীকে মাতৃভাষা অর্থাৎ সাঁওতালি মিডিয়াম অল লিপিতে পঠন-পাঠন পথ বেছে নিয়েছে।

No comments:
Post a Comment