Dinamkhobar

Post Top Ad

Thursday, January 10, 2019

সাঁওতালি মিডিয়ামে পড়ে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং হবে পরেশনাথ টুডু।

সাঁওতালি মিডিয়ামে পড়ে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং হবে পরেশনাথ টুডু।

 দিনাম খবর শালবনি:- সাঁওতালি মিডিয়ামে পড়ে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং হবে পরেশনাথ টুডু।ষষ্ঠ শ্রেণিতে পাঠরত সাঁওতালি মিডিয়ামের পরেশনাথ টুডু প্রাইমারি থেকে সে সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা করেছে এবং বর্তমানে সেই সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা করবে বলে তার ইচ্ছা প্রকাশ করে। ষষ্ঠ শ্রেণির পরেশনাথ টুডু জানায় যে আমাদের নিজেদের ভাষায় অর্থাৎ সাঁওতালি ভাষা তে আমরা পড়াশুনা করলে ভবিষ্যতে আমরা অনেকটা পথ যেতে পারব এবং বাংলা মিডিয়ামে পড়াশোনা করলে তা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সেই জানায় যে আমার মতো অন্যান্য শিশুরাও  আমাদের সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা করলে আমাদের মাতৃভাষা অনেকটা এগোবে। সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা করে পরেশনাথ টুডু ভবিষ্যৎ নিয়ে কি স্বপ্ন আছে তার  নিজের মুখ থেকে নিচের ভিডিওতে শুনব।

No comments:

Post a Comment

Post Top Ad