Dinamkhobar

Post Top Ad

Sunday, December 16, 2018

আজ থেকে আসেকা সাঁওতালি শিক্ষা বোর্ডের অধীনে বাৎসরিক পরীক্ষা শুরু হলো

আসেকা  সাঁওতালি শিক্ষা বোর্ডের অধীনে বাৎসরিক পরীক্ষা শুরু হলো

দিনাম খবর:- আজ ১৬ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে  সাঁওতালি ভাষা অল চিকি লিপি তে আসেকা  সাঁওতালি শিক্ষা বোর্ডের অধীনে বাৎসরিক পরীক্ষা শুরু হলো।এই সাঁওতালি ভাষা অল চিকি লিপিতে পরীক্ষাটি মূলত উত্তর ২৪ পরগনা দক্ষিণ দিনাজপুর উত্তরদিনাজপুর হুগলি নদীয়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া মালদা বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও আরও বিভিন্ন জেলার বিভিন্ন শাখাতে আদিবাসী ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রতিবছরের মতো এবছরও আসেকা সাঁওতালি শিক্ষা বোর্ডের অধীনে পশ্চিমবঙ্গে এ বছর মোট পরীক্ষার্থী ছিল ডিপ্লোমা কোর্সে ২৮০ জন এবং সার্টিফিকেট কোর্সে ছিল১৩৩৫ জন। আসেকা সাঁওতালি শিক্ষা বোর্ডের এই পরীক্ষাটি আজ অর্থাৎ ১৬ ই ডিসেম্বর শুরু হয়েছে শেষ হবে আগামী ২৩ শে ডিসেম্বর রবিবার। আজকের এই সাঁওতালি শিক্ষা বোর্ডের পরীক্ষা তে ছাত্রছাত্রীদের প্রশ্ন নিয়ে কোন ভাবে সমস্যা হয়নি এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে কর্তৃপক্ষ দের কাছে থেকে জানা যায়।

নিম্নে বিভিন্ন স্কুলের চিত্র  কাছে তুলে ধরার চেষ্টা করা হল
হরিপুর হিন্দি হাই স্কুল পশ্চিম বর্ধমান

                                    খাজরা অল ইতুন আসড়া

                                              কেশিয়াপাতা

No comments:

Post a Comment

Post Top Ad