Dinamkhobar

Post Top Ad

Monday, December 17, 2018

সরকারি হসপিটাল কে বেসরকারিকরণের প্রতিবাদে, প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মহল


দিনাম খবর শালবনি:- শালবনি সুপারস্পেস্যালিটি হসপিটাল এটি একটি সরকারি হসপিটাল।বর্তমান সরকারের তত্ত্বাবধানে এই হসপিটালটি সুপারস্পেস্যালিটি হসপিটাল রূপ দেওয়া হয়েছিল এবং তাতে এলাকার বহু গরীব মানুষের চিকিৎসার উন্নতি হয়েছিল বলে পার্শ্ববর্তী এলাকার মানুষের মুখের থেকে এ কথা জানা যায়।কিন্তু শালবনি সুপারস্পেস্যালিটি হসপিটাল বর্ধমানে এই সরকারি হসপিটাল টি বেসরকারি অর্থাৎ জিন্দালের হাতে হস্তান্তর করা হচ্ছে। শালবনি সুপারস্পেস্যালিটি হসপিটালটি বেসরকারি হাতে হস্তান্তর করার কথা শুনে এলাকার গ্রামবাসীরা অন্তত চিন্তিত হয়েছে।এবং এই সরকারি হসপিটাল টিকে বেসরকারি করণ করার প্রতিবাদে আগামী ২১শে ডিসেম্বর ভারত জাকাত মাঝি পারগানা মহল এর ডাকে হসপিটাল কর্তিপক্ষর কাছে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।ভারত জাকাত মাঝি পারগানা মহল এর কর্তৃপক্ষ দের কাছে থেকে জানা যায় যে তারা হসপিটাল কর্তৃপক্ষ অর্থাৎ বিএমওএইচ এর সঙ্গে কথা বলে জানতে পারে যে এখানের সরকারি হসপিটালটির ৭৫ পার্সেন্ট কেবেট সিট সরকারি তত্ত্বাবধানে থাকবে এবং বাকি ২৫ পার্সেন্ট কে বেট সিট জিন্দালের হাতে হস্তান্তর করা হচ্ছে। মহলের কর্তৃপক্ষ দের কাছে থেকে কথা বলে জানা যায় যে এই ৭৫ পার্সেন্ট সরকারি কে বেট সিটটা বর্তমানে সরকারির ভাবে থাকলেও ভবিষ্যতে এটিও কিন্তু হস্তান্তর হয়ে যাবে জিন্দালের হাতে। মহলের কর্তৃপক্ষ এটাও জানায় যে প্রথম যখন এখানে ইস্পাত কারখানা নিয়ে জিন্দাল কোম্পানি এসেছিল শালবনিতে সেই সময় প্রচুর এলাকাবাসী কে আশ্বাস অর্থাৎ স্বপ্ন দেখিয়েছিল যে প্রতিটি পরিবারের জমিদাতা কে একজন করে চাকরি দেওয়া হবে কিন্তু বর্তমানে সেটি লক্ষ্য করা গেল মাত্র ১০% জমিদাতা কাজ পেয়েছে সেটা আবার কন্টাক্টরের আন্ডারে এবং তাদের মজুরি নিযে প্রতিদিন প্রতিনিয়ত বহু সমস্যায় পড়তে হয়। ভঞ্জ মুলুক (শালবনি ব্লক) ভারত জাকাত মাঝি পারগানা মহল এর কর্তৃপক্ষ দের কাছে থেকে শেষমেষ এটাও জানা যায়,যে জিন্দাল কোম্পানি হাজার জমি দাতার জমি নিয়ে কাজ দিতে পারেনি সে আবার সরকারি সুপারস্পেস্যালিটি হসপিটালকে নিয়ে গরীব মানুষের চিকিৎসা করতে পারবে? 

বর্তমানে এই জিন্দাল ইস্পাত কারখানাটি শালবনি ব্লকের চার নম্বর অঞ্চল ও নয় নম্বর অঞ্চলে অবস্থান করেছে এবং এই অঞ্চলের কয়েকজন স্থানীয় জমিদাতাদের সঙ্গে কথা বলে জানা যায় যে জিন্দাল কোম্পানি যে পরিমাণ জায়গা নিয়েছে এবং বর্তমানে জিন্দাল কোম্পানি যে পরিমাণ জায়গাতে  সিমেট প্ল্যানিং তৈরি করেছে,সেই রকম আরো একশরও বেশি ওই কারখানা ভিতর সিমেট প্ল্যানিং তৈরি করা যায় কিন্তু এই সব জায়গা ছেড়ে আজ শালবনির মতন এত শহর জায়গাতে তার সরকারি হসপিটালের উপর কেন হস্তক্ষেপ করছে আজ আমাদের কাছে একটা রহস্য জনক বিষয় বলে মনে হচ্ছে। যদি জিন্দাল কোম্পানি মনে করেন পার্শ্ববর্তী এলাকার গরীব মানুষের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতেন তাহলে তার নিজের যে পরিমাণ জায়গা আছে সেই পরিমাণ জায়গাতে হসপিটাল করা যেত কিন্তু কেন আজ তিনি সরকারি সম্পত্তির উপর নজর দিচ্ছেন।এলাকাবাসীর কাছে থেকে এটাও জানা যায় যে জিন্দালের হাতে সরকারি হসপিটাল হস্তান্তর প্রতিবাদে ভারত জাকাত মাঝি পারগানা মহল যে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে সেই প্রতিবাদ মিছিলে জাতি-ধর্ম-বর্ণ দল মত নির্বিশেষে দলে দলে সবাই যোগ দিবে সেই প্রতিবাদ মিছিলে।

No comments:

Post a Comment

Post Top Ad