দিনাম খবর:-পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বনমালী কলেজের করণিক লক্ষন মুর্ম্মু কে বিনা বেতনে দীর্ঘ ৫ বছর কাজ করিয়ে অন্যায়ভাবে বাদ দেওয়া হল কেন?
২০১৩ সালে সম্পূর্ণ সরকারী কর্মী নিয়োগ পদ্ধতিতে হাউরের লক্ষন মুর্ম্মু কে স্থায়ী করণিক (তপশীলি উপজাতি সংরক্ষিত) পদে নিয়োগ করা হয়েছিল বিশ্ববিদ্যালয় দ্বারা, বিনা বেতনে দীর্ঘ ৫ বছর কাজ করানো হয় । লক্ষনবাবু বেতন বিষয়ক সমস্যা কলেজ কর্তৃপক্ষকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিকবার জানান, কোনও সুরহা হয়নি, কর্তৃপক্ষকে বার বার জানানো স্বতেও কেওউই কর্ণপাত করেননি । আইনি পথে সমস্যা সমাধানের জন্য আইনজীবীর সাথে যোগাযোগ করেন, লক্ষনবাবুর আইনজীবী কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এই ঘটনার পর থেকে ঐ আইনজীবী আর লক্ষনবাবুর সাথে যোগাযোগ রাখেননি । বর্তমানে কলেজ কর্তৃপক্ষ পক্ষে প্রিন্সিপল লক্ষনবাবু কে অফিসে ডেকে বলেন পাঁশকুড়া বনমালী কলেজ এখন অটোনোমাস হওয়ায় লক্ষন মুর্ম্মু কে স্থায়ী করণিক (তপশীলি উপজাতি সংরক্ষিত) পদে বহাল রাখা সম্ভব নয় ।
অসহায় দিক্বিদিকশূন্য লক্ষনবাবু সর্বভারতীয় অরাজনৈতিক আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহলের’ দ্বারস্থ হন, বিচার চান ।
‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’ জনগনের মতামত চাই কী করনীয় অসহায় লক্ষনবাবুকে সঠিক বিচার দেওয়ার জন্য ।
No comments:
Post a Comment