Dinamkhobar

Post Top Ad

Saturday, December 29, 2018

তিন আদিবাসী পরিবারের বাড়ি বশীভূত হল গ্যাস সিলিন্ডার ফেটে

 দিনাম খবর গোপীবল্লভপুর ২৯শে ডিসেম্বর:-গতকাল গোপীবল্লভপুরে গ্যাস সিলিন্ডার ফেটে তিনটি বাড়ি সম্পূর্ণ ভাবে অগ্নিদগ্ধ হয়ে বশীভূত হলো।এই ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর এর ধানশোল আদিবাসী গ্রামে এবং দমকলের চেষ্টায় তা রক্ষা করা সম্ভব হয়নি।এই তিন বাড়ির পরিবারের সদস্যরা হলেন আনন্দ টুডু,ঘাশিরাম টুডু,গোবিন্দ টুডু।স্থানীয় সূত্রে জানা যায় যে ওই তিন পরিবারের বাড়ি পরস্পর থাকাতে সম্পূর্ণ তিনটি বাড়ি ভশীভূত হয়েছে। দুপুর দেড়টা নাগাদ ওই ঘটনাটি ঘটে,ওই তিনটি পরিবারের মধ্যে কেউ সেই সময় ঘরে ছিল না ছোট্ট এক রারো বছরের বাচ্চা সেই সময় ঘরে ছিল এবং স্নান করার জন্য জল গরম করতে  অপর একটি উনান থেকে খড় আটি করে আগুন নিয়ে আসার সময় সেই জায়গাতে বাজকম(বাবুই) এর মধ্যে আগুন লেগে যায় এবং তার সামনেই গ্যাস সিলিন্ডার রাখা ছিল।এবং ধীরে ধীরে ওই গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন লেগে যায় এবং তা গরম হয়ে ফেটে যায় ও সেই সময় ওই বাচ্চাটি গ্রামের কিছু মানুষকে ডেকে নিয়ে আসে এবং গ্রামের প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলে জানা যায় যে পাশের বাড়িতে আরেকটি গ্যাস সিলিন্ডার রাখা আছে এবং তার ভয়ে সেখানে কেউ যেতে সাহস পায়নি। পরে দমকল এসে আগুন নেভানোর চেষ্টা করলে তা রক্ষা করা সম্ভব হয়নি এবং তা সম্পূর্ণরূপে বশীভূত হয়ে গেছে।ওই তিনটি বাড়ির মধ্যে কোন জিনিসে উদ্ধার করা যায়নি তা সম্পূর্ণরূপে বশীভূত হয়েছে বলে জানা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad