দিনাম খবর গড়বেতা:- আগামী ২রা জানুয়ারি গড়বেতা ৩নং বিজলা রানি হাই স্কুল ও দামোদরপুর ধীরেন্দ্র নাথ বিদ্যাপীঠ এই দুটি বিদ্যালয়ে সাঁওতালি মিডিয়ামে প্রয়োজনীয় শিক্ষক ও সুষ্ঠু পরিকাঠামো না থাকার জন্য ভারত জাকাত মাঝি পারগানা মহল (বুগড়ী মুলুক) অনির্দিষ্টকালের জন্য তালা বন্ধ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।বুগড়ী মুলুক ভারত জাকাত মাঝি পারগানা মহল এর জগ পারগানা বাবা বাবুলাল বাবুর সঙ্গে কথা বলে জানা যায় যে বর্তমানে ওই দুটি স্কুলে ক্লাস ইলেভেন পর্যন্ত সাঁওতালি মিডিয়ামে আদিবাসী ছাত্র ছাত্রী পাঠরত।বিজলা রানি হাই স্কুলে ৩৫ জন ছাত্রছাত্রী এবং সেখানে মাত্র একজন শিক্ষিকা দেওয়া হয়েছে এবং দামোদরপুর স্কুলে যেখানে ৬৫ জন ছাত্র-ছাত্রী সেখানে মাত্র ৫ জন শিক্ষক দেওয়া হয়েছে। তারা ব্লক লেভেল থেকে শুরু করে জেলা লেভেল পর্যন্ত বারংবার শিক্ষা দপ্তর এ বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবিতে দাবি পত্র পেশ করেছে আজ পর্যন্ত তাদের কোনো ফল হয়নি তাই তারা এই পথ নিতে বাধ্য হয়েছে। তারা এটাও জানায় যে ওই দুটি স্কুলের মধ্যে যে সমস্ত শিক্ষক নিয়োগ করা হয়েছে তাদেরকে পার্মানেন্ট ভাবে নিয়োগ করা হয়নি তাদেরকে পারাটিচার হিসেবে নিয়োগ করা হয়েছে।পারগানা মহল এর কর্তাদের শেষমেষ এটাই জানা যায় যে পার্মানেন্ট ভাবে এখানে যাতে সাঁওতালি মিডিয়ামের শিক্ষক নিয়োগ করা হয় এবং বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ না করা হলে তাদের এই অনির্দিষ্টকালের জন্য তালা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি চলতে থাকবে।
দিনাম খবর গড়বেতা:- আগামী ২রা জানুয়ারি গড়বেতা ৩নং বিজলা রানি হাই স্কুল ও দামোদরপুর ধীরেন্দ্র নাথ বিদ্যাপীঠ এই দুটি বিদ্যালয়ে সাঁওতালি মিডিয়ামে প্রয়োজনীয় শিক্ষক ও সুষ্ঠু পরিকাঠামো না থাকার জন্য ভারত জাকাত মাঝি পারগানা মহল (বুগড়ী মুলুক) অনির্দিষ্টকালের জন্য তালা বন্ধ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।বুগড়ী মুলুক ভারত জাকাত মাঝি পারগানা মহল এর জগ পারগানা বাবা বাবুলাল বাবুর সঙ্গে কথা বলে জানা যায় যে বর্তমানে ওই দুটি স্কুলে ক্লাস ইলেভেন পর্যন্ত সাঁওতালি মিডিয়ামে আদিবাসী ছাত্র ছাত্রী পাঠরত।বিজলা রানি হাই স্কুলে ৩৫ জন ছাত্রছাত্রী এবং সেখানে মাত্র একজন শিক্ষিকা দেওয়া হয়েছে এবং দামোদরপুর স্কুলে যেখানে ৬৫ জন ছাত্র-ছাত্রী সেখানে মাত্র ৫ জন শিক্ষক দেওয়া হয়েছে। তারা ব্লক লেভেল থেকে শুরু করে জেলা লেভেল পর্যন্ত বারংবার শিক্ষা দপ্তর এ বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবিতে দাবি পত্র পেশ করেছে আজ পর্যন্ত তাদের কোনো ফল হয়নি তাই তারা এই পথ নিতে বাধ্য হয়েছে। তারা এটাও জানায় যে ওই দুটি স্কুলের মধ্যে যে সমস্ত শিক্ষক নিয়োগ করা হয়েছে তাদেরকে পার্মানেন্ট ভাবে নিয়োগ করা হয়নি তাদেরকে পারাটিচার হিসেবে নিয়োগ করা হয়েছে।পারগানা মহল এর কর্তাদের শেষমেষ এটাই জানা যায় যে পার্মানেন্ট ভাবে এখানে যাতে সাঁওতালি মিডিয়ামের শিক্ষক নিয়োগ করা হয় এবং বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ না করা হলে তাদের এই অনির্দিষ্টকালের জন্য তালা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি চলতে থাকবে।

No comments:
Post a Comment