মেদিনীপুর সদর ব্লক বিডিও ডেপুটেশন ভারত জাকাত মাঝি পারগানা মহল
দিনাম খবর মেদিনীপুর:- গত ২৬শে ডিসেম্বর ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিম মেদিনীপুর সদর ব্লক নাগার ও তল্লাট পারগানা বারার নেতৃত্বে বিডিও ডেপুটেশন করা হলো।ভারত জাকাত মাঝি পারগানা মহল এর একগুচ্ছ দাবি নিয়ে ওই দিন সদর ব্লক ভিডিও এর কাছে দ্বারস্থ হন।নাগার ও তল্লাট পারগানা বাবাদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের উল্লেখযোগ্য দাবি গুলি কি কি এবং তারা তাদের উল্লেখযোগ্য দাবিগুলো জানাই।তাদের প্রথম দাবি ছিল যে স্ত্রীগঞ্জ মৌজাতে মহেন্দ্রডিতে আদিবাসীদের দখলকৃত জায়গা দীর্ঘ ১৫ বছর যাবত আছে এবং২০০২ সাল থেকে সেখানে তারা পাটটার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করি আছে কিন্তু তা আজ পর্যন্ত কোন ফল পায়নি।কিন্তু রাজনৈতিকভাবে কিছু অ-আদিবাসী সেই জায়গার উপর পার্টটা পেয়ে আছে এবং তারা ওখানের স্থানীয় নয় এবং তাদের ওই সব পাটটা কে বাতিল করতে হবে।দ্বিতীয় দাবী হল পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই তিন জেলার মানুষ জন অর্থাৎ আদিবাসী মানুষ ওখানে অস্থি বিসর্জন করতে আসে এবং তাদের জন্য যাতে ওখানে যাত্রী সেড তৈরি করা হয় তার দাবিও তারা ভিডিও সাহেব কে জানাই।তৃতীয় দাবী হল সেই জায়গাতে দূর-দূরান্ত থেকে আগত যাত্রীদের পানীয় জলের জন্য ব্যবস্থা করতে হবে।ঐদিন ভারত জাকাত মাঝি পারগানা মহল আরো অনেক দাবি নিয়ে বিডিও সাহেবের কাছে স্মারকলিপি পেশ করেন এবং এই সব দাবিগুলোর মধ্যে কিছু দাবি গুলি খুব শিগ্রহী রূপায়ন করা হবে বলে বিডিও সাহেব জানান।


No comments:
Post a Comment