দিনাম খবর ঘাটাল পশ্চিম মেদিনীপুরᱺ- আজ ২২শে ডিসেম্বর সান্তালি ভাষা বিজয় দিবস উপলক্ষে ঘাটাল তল্লাট ভারত জাকাত মাঝি পারগানা মহল এর উদ্যোগে ভাষা দিবস পালিত হচ্ছে ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।ঘাটাল ভগবতী হাই স্কুলের নিকট বীরসিংহ পুর পন্ডিত রঘুনাথ মুরমু অল ইটুন আসরা তে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ভগবতী বিদ্যালয় এর ভারপ্রাপ্ত শিক্ষক শক্তিপদ বেরা,ঘাটাল বিধানসভার বিধায়ক শঙ্কর দলই, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত রায় ও উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহল এর ঘাটাল তল্লাট পারগানা বাবা মনোরঞ্জন মুর্মু।
দিনাম খবর ঘাটাল পশ্চিম মেদিনীপুরᱺ- আজ ২২শে ডিসেম্বর সান্তালি ভাষা বিজয় দিবস উপলক্ষে ঘাটাল তল্লাট ভারত জাকাত মাঝি পারগানা মহল এর উদ্যোগে ভাষা দিবস পালিত হচ্ছে ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।ঘাটাল ভগবতী হাই স্কুলের নিকট বীরসিংহ পুর পন্ডিত রঘুনাথ মুরমু অল ইটুন আসরা তে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ভগবতী বিদ্যালয় এর ভারপ্রাপ্ত শিক্ষক শক্তিপদ বেরা,ঘাটাল বিধানসভার বিধায়ক শঙ্কর দলই, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত রায় ও উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহল এর ঘাটাল তল্লাট পারগানা বাবা মনোরঞ্জন মুর্মু।

No comments:
Post a Comment