Dinamkhobar

Post Top Ad

Saturday, December 22, 2018

আদিবাসীদের এক ঐতিহাসিক দিন, "ভাষা বিজয় দিবস" !

রবীন হেমব্রম, আসানসোল:- আজ ২২শে ডিসেম্বর, সাঁওতাল তথা আদিবাসীদের এক ঐতিহাসিক দিন, "ভাষা বিজয় দিবস" (পারসি জীৎকৌর মাহা)। দীর্ঘ  সংগ্রাম,আন্দোলন,রেল অবরোধ,রাস্তা অবরোধ, পার্লামেন্টে সওয়ালের পর সওয়াল করে অবশেষে ২০০৩ সালে আজকের দিনে ভারতীয় সংবিধানে স্বীকৃতি লাভ করেছে সাঁওতালী ভাষা। আজ দেশজুড়ে মহা সমরাহে পালিত হচ্ছে  "ভাষা বিজয়দিবস" (পারসি জীৎকৌর মাহা)।
বিনম্র শ্রদ্ধা জানাই সাঁওতালী ভাষা আন্দোলনের পথিকৃতী স্বর্গীয় দুখীরাম হাঁসদা( ASECA sec. W.B) বৈদ‍্যনাথ গমকে, কুশল বাস্কে গমকে,এবং অনেক ভাষা আন্দোলনকারী যাঁরা আমাদের মধ‍্যে নেই। সর্বপরি শ্রদ্ধা জানাই তৎকালীন ভারতের প্রধান মন্ত্রী অটল বিহারী বাজপায়ী, যাঁর হাত ধরে  এই মহতী কার্য সুসম্পন্ন হয়েছিল। ধন‍্যবাদ জানাই  বিভিন্ন সংগঠনের  ভাষা আন্দোলনের বিপ্লবীদের। যারা পুলিশের লাঠি,নির্যাতন উপেক্ষা করে সাঁওতালী ভাষার জন‍্যে নির্ভীক ও নিরালস ভাবে সংগ্রম চালিয়ে গেছেন। সর্বপরী তৎকালীন MP সালখান মুরমুর অবদান খুবই গুরুত্ব পূর্ণ। সংসদে ধারাবাহিক ভাবে সাঁওতালী ভাষা সাংবিধানিক স্বিকৃতির জোরালো দাবী করেছিলেন।
আজ আমি খুবই আনন্দিত, গর্বিত । কেন না আমিও আমার মাতৃভাষার আন্দোলনের এক সৈনিক ছিলাম, এবং এই ভাষা উন্নয়নের স্বার্থে ASECA  সংগঠনের সঙ্গে থাকবো।
পারসি জিৎকৌর মাহা সার কঃ সাগুন কঃ।

No comments:

Post a Comment

Post Top Ad