Dinamkhobar

Post Top Ad

Saturday, December 22, 2018

আজ সান্তালি ভাষা বিজয় দিবস অর্থাৎ পারসি জিৎকার মাহা (ᱯᱟᱹᱨᱥᱤ ᱡᱤᱛᱠᱟᱹᱨ ᱢᱟᱦᱟ)᱾


সুকু মুর্মু রানীগঞ্জ পশ্চিম বর্ধমানᱺ- আজ ২২শে ডিসেম্বর সান্তালি ভাষা বিজয় দিবস অর্থাৎ পারসি জিৎকার মাহা (ᱯᱟᱹᱨᱥᱤ ᱡᱤᱛᱠᱟᱹᱨ ᱢᱟᱦᱟ)᱾২০০৩ সালের ২২শে ডিসেম্বর সাঁওতালি ভাষা সংবিধানের অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত হয়েছিল।এবং সেই ১৫তম বর্ষ উদযাপনে পশ্চিম বর্ধমান রানীগঞ্জের শিডিউল ট্রাইবেল ডেভলপমেন্ট ক্লাবের আয়োজনে এই ভাষা জিৎকার মাহা উদযাপন করা হলো।প্রথমে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ পন্ডিত রঘুনাথ মূর্মু এর স্মৃতিতে মাল্যদান করে সম্বর্ধনা জানান এবং সান্তালি ভাষা বিজয় দিবসে সান্তালি ভাষা নিয়ে দু চার কথা বক্তব্য রাখেন এবং সান্তালি মিডিয়ামের পড়াশোনার দিকটা আপামর জনসাধারণের কাছে তুলে ধরা হয়।বর্তমানে আদিবাসীদের কাছে সান্তালি ভাষা অর্থাৎ অল চিকি স্ক্রিপ্ট কতটা প্রয়োজনীয়তা তাও নিয়োগ এখানে যথেষ্ট ভাবে আলোচনা করা হয় এবং সাঁওতালি মিডিয়ামে আদিবাসীদের পড়াশোনার কতটা প্রয়োজন সেই দিকটাও এখানে তুলে ধরা হয়। কেননা সান্তালি ভাষা আদিবাসীদের মাতৃভাষা এবং এই মাতৃভাষাতেই আদিবাসীরা যাতে শিক্ষিত হয় তুলে ধরা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad