ইন্দ্রজিৎ সরেন
দিনাম খবর:-বিন্তি গুরু ইন্দ্রজিৎ সরেন তিনি আদিবাসী সমাজের বিশিষ্ট বিন্তি গুরু হিসেবে খ্যাতি অর্জন করেছে। বর্তমানে তিনি আদিবাসী সমাজের সমস্ত রকম বিন্তি বাখের করে থাকেন যেমন মাং মরে বিন্তি কারাম বিন্তি জমসিম বিনতি ভাডান বিন্তি ছাটিয়ার বিন্তি ও সিং সিংরাই করে থাকেন। বিন্তি গুরু ইন্দ্রজিৎ সরেনের সঙ্গে কথা বলে জানা যায় যে তার এই বিন্তি শিক্ষার মূল কারন টা যে আদিবাসী সমাজের যে সমস্ত রীতিনীতি নাচ গান ও সাংস্কৃতিক আছে সেসব শিখার তার প্রবল আগ্রহ ছিল এবং ছোটবেলা থেকে এসব শিখার জন্য তিনি বিভিন্ন বিন্তি গুরুর কাছে ছুটে গেছেন।এইসব বিন্তি বাখের শিখার পিছনে তার মারাং বা রঘুনাথ সরেন এর অবদান অসীম ছিল। তিনি ছোটবেলা থেকেই তার সঙ্গে বহু দূর-দূরান্ত জায়গা ঘুরেছেন এবং তার কাছে থেকে তিনি সম্পূর্ণভাবে দীর্ঘ কুড়ি বছর যাবত ঘুরে তার এই সমস্ত বিন্তি শিখেছে এবং আজ তিনি বিন্তি গুরু হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি যেমন একদিকে বিখ্যাত বিন্তি গুরু হিসেবে পরিচিতি লাভ করেছেন ঠিক তেমনি আরেক দিকে তিনি অল চিকি সান্তালি মিডিয়ামের সম্মানীয় বিখ্যাত আদর্শ শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি এটাও জানান যে তিনি বাংলা মিডিয়ামে কোন ভাবে পড়াশোনা করেননি বা বাংলা মিডিয়ামের স্কুলের ধারেপাশে যায়নি কিন্তু তিনি অল চিকি মিডিয়ামে পড়াশোনা করেছেন এবং অল চিকি মিডিয়ামে শিক্ষকতা করেছেন তাই তিনি আজ অল চিকি মিডিয়ামের আদর্শ শিক্ষক হিসেবে সম্মানিত হয়েছে ২০১৪ সালে।তিনি বর্তমানে মেদনীপুর কুইকঠা পন্ডিত রঘুনাথ মুরমু অল ইতুণ আসরার আদর্শ শিক্ষক হিসেবে সম্মানিত হয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মহল এর সর্বশক্তিমান দিশম মাঝি নিত্যানন্দ হেমরম এর হাতে। তিনি বর্তমানে অল চিকি মিডিয়ামে শিক্ষকতা করছেন এবং বিভিন্ন আদিবাসী সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাছাড়া তিনি বিন্তি বাখের ও সিং সিংরাই নিয়ে তিনি মাতিয়ে দিয়েছে সারা দেশজুড়ে এবং সারাদেশ জুড়ে তার ডাক আসে।
No comments:
Post a Comment