Dinamkhobar

Post Top Ad

Wednesday, December 19, 2018

সরকারি সম্পত্তি কে বেসরকারি হাতে হস্তান্তর করা যাবে না :প্রতিবাদে ভারত জাকাত মাঝি পারগানা মহল


দিনাম খবর শালবনি:- সরকারি হসপিটাল কে বেসরকারিকরণের প্রতিবাদে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মহল। তারই যেরে চলছে গ্রামে গ্রামে জোরদার প্রচার।কোথাও কোথাও প্রচার করা হচ্ছে ব্যানার ও পোস্টার মাধ্যমে আবার কোথাও কোথাও চলছে আলোচনার মাধ্যমে।

শালবনী সুপারস্পেশালিটি সরকারী হসপিটাল টিকে বেসরকারিকরণ অর্থাৎ জিন্দাল গ্রুপ কে দেওয়ার প্রতিবাদে চলছে এই প্রচার। শালবনি ব্লকের সুপারস্পেস্যালিটি হসপিটাল টিকে জিন্দালের হাতে হস্তান্তর করার চুক্তি হচ্ছে এবং তারই জেরে আগামী ২১ই ডিসেম্বর ভারত জাকাত মাঝি পারগানা মহল এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে হসপিটাল কর্তৃপক্ষ বিএমওএইচ এর নিকট।ভারত জাকাত মাঝি পারগানা মহল এর দাবি যে কোনমতে সরকারি সম্পত্তি অর্থাৎ এই শালবনি হসপিটাল কে জিন্দালের হাতে হস্তান্তর করা চলবে না।এবং ওই সুপার স্পেশালিটি হসপিটালে শালবনি এলাকার জঙ্গলমহল বাসীকে সরকারি ভাবে সম্পূর্ণ বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা দিতে হবে।আরোও  দাবি নিয়ে ওই দিন ভারত জাকাত মাঝি পারগানা মহল হসপিটাল কর্তৃপক্ষ বিএমওএইচ নিকট দ্বারস্থ হবেন।

No comments:

Post a Comment

Post Top Ad