ভারত জাকাত মাঝি পারগানা মহল প্রতিবাদ মিছিলের ডাক দেয়
শালবনি সরকারী সুপার স্পেস্যালিটি হসপিটাল
দিনাম খবর শালবনি ২১শে ডিসেম্বর:-শালবনি সরকারী সুপার স্পেস্যালিটি হসপিটাল কে বেসরকারিকরণের প্রতিবাদে আজ ভারত জাকাত মাঝি পারগানা মহল প্রতিবাদ মিছিলের ডাক দেয় এবং পাঁচ দফা দাবি নিয়ে হসপিটাল কর্তৃপক্ষ বিএমওএইচ এর নিকট দেখা করেন।বর্তমান রাজ্য সরকার ও জিন্দাল গ্রুপ এর মধ্যে ইতিমধ্যে চুক্তি হয়েছে শালবনি সুপারস্পেস্যালিটি হসপিটাল কে জিন্দাল গ্রুপের হাতে হস্তান্তর করা হবে এবং তারই প্রতিবাদে আজ ভারত জাকাত মাঝি পারগানা মহল হসপিটাল কর্তৃপক্ষ এর নিকট এই পাঁচ দফা দাবি নিয়ে দেখা করেন। ভারত জাকাত মাঝি পারগানা মহলের এই পাঁচ দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো,প্রথম দাবি সরকারের অধীনে থাকা শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল কে বেসরকারিকরণ করা যাবে না। সরকারের অধীনে রেখেই সকল শ্রেণীর মানুষের সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় দাবি অবিলম্বে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনীয় বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দিয়ে সুচিকিৎসা করতে হবে। তৃতীয় দাবি হাসপাতাল কে সরকারের অধীনে রেখেই গরিব দরিদ্র আদিবাসী ও সাধারণ মানুষকে সরকারিভাবে সম্পূর্ণ সুচিকিৎসা নিশ্চিত করা এবং বিনামূল্যে সাধারণ ও জীবনদায়ী ওষুধ সরবরাহ করতে হবে। চতুর্থ দাবি জিন্দাল গোষ্ঠীকে বিকল্প ভবন নির্মাণ করে সমান্তরাল উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের ব্যবস্থা করতে হবে। এবং পাঁচ নম্বর দাবী হল শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে নিযুক্ত অস্থায়ী কর্মীদের জোরপূর্বক বা ইচ্ছার বিরুদ্ধে স্থানান্তরকরণ করা চলবে না। মূলত এই পাঁচ দফা দাবি নিয়ে আজ ভারত জাকাত মাঝি পারগানা মহল শালবনি সুপার স্পেশালিটি হস্পিতাল কর্তৃপক্ষের এর নিকট দেখা করেন এবং ভারত জাকাত মাঝি পারগানা মহল এর কর্তৃপক্ষ এটাও জানান যে তাদের এই দাবি যদি সম্পূর্ণ ভাবে না মানা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই আন্দোলনে নামবে। পশ্চিম মেদিনীপুর জেলা জগ পরগনা বাবা দিলীপ বাবু জানান যে আমাদের শিক্ষা নিয়ে আন্দোলন হয়েছে এবং স্বাস্থ্য নিয়ে আন্দোলন আজ থেকে শুরু আমাদের এই পাঁচ দফা দাবি যদি না মানা হয় তাহলে আমরা গত ২৪ সেপ্টেম্বর এর মত রেল ও জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য থাকিব।এবং এর জন্য দায়ী থাকবে যারা আমাদের এই পাঁচ দফা দাবি অস্বীকার করছে তারা।



No comments:
Post a Comment