Dinamkhobar

Post Top Ad

Tuesday, December 25, 2018

আদিবাসী সমস্যা সমাধানে পশ্চিম বর্ধমান জেলা শাসকের নিকট আদিবাসীরা

আদিবাসী সমস্যা সমাধানে পশ্চিম বর্ধমান জেলা শাসকের নিকট আদিবাসীরা
 সুকু মুর্মু পশ্চিম বর্ধমান:-গত ২৪ শে ডিসেম্বর পশ্চিম বর্ধমান জেলা আদিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আদিবাসীরা জেলা শাসকের নিকট দ্বারস্থ হন। তারা জেলা শাসকের নিকট বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দাবি পত্র পেশ করেন এবং সেই সব সমস্যার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা গুলি হল তাদের জাহের স্থানের পাট্টা দিতে হবে এবং যাহার স্থান কে জোর করে দখল করা যাবে না,এছাড়াও রানীগঞ্জ এলাকায় আদিবাসি জাহের থান ও মাঝি থানের জমির পাট্টা দিতে হবে এমন নির্মাণ করতে হবে, সমস্ত এলাকায় আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্র নির্মাণ করতে হবে, রানীগঞ্জে একলব্য আদিবাসী হোস্টেল নির্মাণ করতে হবে, রানীগঞ্জ কিংবা জামুরিয়া এলাকায় আদিবাসি মনীষীদের নামে ডিগ্রী কলেজ ও আই টি আই কলেজ নির্মাণ করতে হবে, পি এম ওয়াই এ এবং গীতাঞ্জলি বাড়ি প্রকল্পের বেশি করে আদিবাসী মানুষকে যুক্ত করতে হবে,

পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সরকারের দপ্তর স্কুল কলেজে অ-আদিবাসী ভুয়া এসটি সার্টিফিকেট প্রমাণপত্র নিয়ে কাজ করা ব্যক্তিকে সরকারিভাবে তদন্ত করে তাকে বরখাস্ত করতে হবে এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকায় অ-আদিবাসীদের কে আদিবাসী কোটা তে চাকরি নিয়োগ করা হচ্ছে। তারা ওই দিনে আরো বিস্তারিতভাবে অন্যান্য আদিবাসীদের সমস্যা নিয়ে আলোচনা করে এবং তা অতি শীঘ্র যাতে সমস্যার সমাধান করা হয় তার নিয়ে তারা জেলাশাসকের নিকট লিখিত আকারে জানাই।

No comments:

Post a Comment

Post Top Ad