Dinamkhobar

Post Top Ad

Wednesday, December 26, 2018

সার সাগুন পত্রিকার পুরস্কার বিতরণী অনুষ্ঠান


সুকু মুর্মু বাঁকুড়া ২৬শে ডিসেম্বর:-গতকাল বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় প্রাঙ্গনে সার সাগুন পত্রিকা ট্যালেন্ট এর প্রাইজ বিতরণী সভা অনুষ্ঠিত হলো।সাঁওতালি মাধ্যমে আদিবাসী ছাত্র ছাত্রী কে তাদের পরিকাঠামো সঠিকভাবে তৈরি করার জন্য এই সার সাগুন পত্রিকার পরীক্ষা অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। এবং তাদের মধ্যে যারা উত্তীর্ণ হয়েছিল তাদেরকে সম্বর্ধনা জানানো হয় ও তাদের হাতে প্রাইজ তুলে দেওয়া হয়। ওখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে এবং আদিবাসী ছাত্র-ছাত্রীদের কে সাঁওতালি মিডিয়ামে কিভাবে শিক্ষায় উত্তীর্ণ করা যায় সে তার সঠিক পথ দেখানোর চেষ্টা করে। ঐদিন সার সাগুন পত্রিকা সভাপতিত্ব করেন সুব্রত বাস্কে, উপস্থিত ছিল সার সগুন পত্রিকার এডিটর মিলন হাসদা লক্ষীনারায়ন হাসদা মৃত্যুঞ্জয় মুর্মু সভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদ অঞ্জন কর্মকার বাঁকুড়া ইউনিভার্সিটি সাঁওতালি ডিপারমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং উপস্থিত ছিলেন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় এর হেডমাস্টার অনিমেষ চৌধুরী।
 

No comments:

Post a Comment

Post Top Ad