দিনাম খবর শালবনি পশ্চিম মেদিনীপুর:-শালবনি ব্লক অন্তর্গত ৯নং কাশিজড়া গ্রাম পঞ্চয়েত এর সাঁওতালি মিডিয়াম সীতানাথপুর সুকান্ত স্মৃতি হাইস্কুলে গার্লস হোস্টেল চালু হতে চলেছে আগামী ২০১৯ শিক্ষাবর্ষ থেকে সাঁওতালি মিডিয়াম স্কুল কর্তৃপক্ষ শিক্ষকদের কাছে থেকে জানা গেছে যে আগত শিক্ষাবর্ষ থেকে এখানে ৩০ জন্ ছাত্রীদের নিয়ে এই গার্লস হস্টেল চালু করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওই স্কুলের শিক্ষকদের কাছে থেকে এটাও জানা গেছে যে শুধুমাত্র সাঁওতালি মিডিয়ামে যে সমস্ত ছাত্রী পড়তে ইচ্ছুক শুধু তাদের জন্য এই গার্লস হোস্টেলের বন্দোবস্ত করা হয়েছে কিন্তু যে সমস্ত ছাত্রী বাংলা মিডিয়ামে পড়াশোনা করছে তাদের জন্য নয়।এখানে পঞ্চম শ্রেণীতে পাঠরত ছাত্রীরা বেশিরভাগ সুযোগ পাবে বলে জানা গেছে এবং আগামী বছর তে আরো সিট সংখ্যা বাড়ানো হবে বলে স্কুল কর্তৃপক্ষের কাছে থেকে জানা গেছে। সাঁওতালি মিডিয়াম সিতানাথপুর সুকান্ত স্মৃতি হাই স্কুলের গার্লস হোস্টেলের নিয়ে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন সাঁওতালি মিডিয়াম শিক্ষক পীযূষ হাঁসদা এর নিকট।
যোগাযোগ মোবাইল নাম্বার:-৯৭৩২৯২৫৩৩২


No comments:
Post a Comment