দিনাম খবর পশ্চিম মেদিনীপুর ২৫শে ডিসেম্বর:- ভারত জাকাত মাঝি পারগানা মহল তল্লাট ও নাগার পরগনা এর নেতৃত্বে এসডিও এবং এডিএমএল ও এলআরও নিকট ডেপুটেশন করা হলো গত ২৪ শে ডিসেম্বর সোমবার।ওই দিন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন মুলুকের(ব্লক)পারগানা বাবারা উপস্থিত ছিল ওই ডেপুটেশনে।এবং সব মূলুকের পারগানা বাবারা তাদের নিজের মুলুক এর বিভিন্ন আদিবাসীদের সমস্যা নিয়ে উপস্থিত হয় এবং সেসব সমস্যা নাগার পারগানা ও তল্লাট পরগনা বাবার মাধ্যমে এসডিও এবং এডিএমএল ও এলআরও এর নিকট তাদের দাবি পত্র পেশ করেন।
তল্লাট পারগানা বাবা স্বপন মান্ডির সঙ্গে কথা বলে জানা যায় যে আদিবাসীদের শংসাপত্র প্রদানের ক্ষেত্রে তাদের কে অযথা হায়রানি করা হচ্ছে এবং যাতে এইসব হয়রানির শিকার না হয়, দীর্ঘদিন যাবত আদিবাসী দখলকারী খাস জায়গা গুলি রাজনৈতিকভাবে অ-আদিবাসীরা পাটটা করে আদিবাসীদের কে বঞ্চিত করছে,প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা ও বিধবা ভাতা থেকে আদিবাসীরা বঞ্চিত হয়েছে কেন,প্রতিটি আদিবাসী গ্রামগুলোতে ঢালাই রাস্তা ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে এ নিয়ে এসডিও সাহেবকে তারা দাবি পত্র পেশ করেন।এবং পানীয় জলের সমস্যা আদিবাসী গ্রামগুলোতে এখনো আছে এবং তারই একটা উদাহরণ হিসেবে তারা শালবনি ব্লকের ১০ নম্বর কর্ণগড় অঞ্চলের বাহার কলাবেড়িয়া গ্রামের কথা এসডিও সাহেব কে জানাই যে ওই গ্রামে এখনো পানীয় জল চার কিলোমিটার দূর থেকে নিয়ে আসে এবং এ নিয়ে এসডিও সাহেব বলেন যে যথা শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা করব।এবং জাতীয় সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে এখন এসডিও সাহেব জানান যে আদিবাসী অর্থাৎ মুর্মু হেমরম বাস্কে কিস্কু হাসদা বেশরা টুডু অর্থাৎ আদিবাসীদের মধ্যে যে বারোটি পদবিধারী আদিবাসী আছে তাদের কোন বংশ পঞ্জিকা বা জাতীয় সার্টিফিকেট লাগবে না তাদের শুধু অভিভাবকের ভোটার ফটো এবং ক্যান্ডিডেটের স্কুল সার্টিফিকেট প্রধান সার্টিফিকেট এমএলএ সার্টিফিকেট ও সভাপতি সার্টিফিকেট থাকলে এখন থেকে জাতীয় সার্টিফিকেট প্রদান করা হবে।এবং জানুয়ারি মাস থেকে তারা প্রতিটি স্কুল কি স্কুল সার্টিফিকেট প্রদান করার জন্য ক্যাম্পিং করবে।এবং আদিবাসী দখলকারী জমি জায়গা গুলো যেমন অ-আদিবাসীরা পাটটা নিলেও সেই পাট্টা বাতিল করা হবে বলে এসডিএম সাহেব এটাও জানিয়ে দিয়েছে।মেদিনীপুর শহরের রাঙ্গামাটি মহেন্দ্র ডি এই গ্রামে পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সমস্ত আদিবাসীদের জায়গা ওখানে দখল করা আছে অর্থাৎ ওই তিন জেলার আদিবাসীদের ওখানে একটা অস্থি বিসর্জন এর জায়গা তৈরি করে নিয়েছে এবং সেই জায়গা জাতে অ-আদিবাসীরা কোনমতে দখল না করতে পারে তারও আবেদন তারা এসডিও সাহেব কে জানাই এবং এ নিয়ে এসডিও সাহেব বলেন যে তারা অঞ্চল লেভেল থেকে শুরু করে জেলা লেভেল পর্যন্ত প্রতিটি ডিপার্টমেন্টে তারা যেন এ বিষয়ে লিখিত আকারে জানান।
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis. Read More
No comments:
Post a Comment