Dinamkhobar

Post Top Ad

Monday, December 24, 2018

আসেকা শিক্ষা বোর্ডের সার্টিফিকেট কোর্সের পরীক্ষা শেষ হল গত ২৩ শে ডিসেম্বর

 সুকু মুর্মু  হরিপুর পশ্চিম বর্ধমান:- সান্তালি ভাষা অল চিকি স্ক্রিপট এর আসেকা শিক্ষা বোর্ডের সার্টিফিকেট কোর্সের পরীক্ষা শেষ হল গত ২৩ শে ডিসেম্বর রবিবার।  অল ইতুন আসরা কৃষ্ণনগর ব্রাঞ্চের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সিট পড়েছিল হরিপুর হিন্দি হাই স্কুলে।ওই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন উত্তর ২৪পরগনা আসেকা (পশ্চিম বঙ্গ) জেলা কমিউনিটি সেক্রেটারি চুনারাম হাসদা ও আসেকা(পশ্চিম বঙ্গ) ভাইস চেয়ারম্যান সীতারাম হেমব্রম। এবং পরীক্ষার শেষে তিনি টিচার ও স্টুডেন্ট সাথে সাঁওতালি ভাষা অলচিকি  শিক্ষা নিয়ে বিস্তারিতভাবে ওদের সঙ্গে আলোচনা করেন।


No comments:

Post a Comment

Post Top Ad