পরমেশ্বর মুর্মু পূর্ব বর্ধমান ২২শে ডিসেম্বর:-জেলা জাহের থান বাম ৭০ মাইল পূর্ব বর্ধমানে পালিত হলো ১৫ তম সাঁওতালি ভাষা বিজয় দিবস।এই সাঁওতালি ভাষা বিজয় দিবস পরিচালনায় ছিলেন বর্ধমান জেলা জাহের থান ট্রাস্ট সহযোগিতায় ছিল বাম ৭০ মাইল জুয়ান জুমিদ গাওতা। সকাল ১১ টার সময় সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা জাহের সভাপতি লস হেমরম মহাশয় এবং পন্ডিত রঘুনাথ মূর্মুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ক্লাবের শিশুরা।এবং ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাহের সভাপতি মহাশয় লস হেমব্রম।অনুষ্ঠান উপস্থাপন করেন পরমেশ্বর মুর্মু সঙ্গে ছিলেন অজিত মান্ডি এবং হরলাল মুর্মু মহাশয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক এবং বিশিষ্ট লেখক গোরাচাঁদ মুর্মু ছিলেন বিশ্বভারতী সাঁওতালি বিভাগের প্রধান ধনেশ্বর মাঝি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের প্রধান যোন্দ্রনাথ মুর্মু উপস্থিত ছিলেন বর্ধমান মানকর কলেজের প্রফেসর নলিন মান্ডি এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা জলেশ্বরী হাঁসদা লাহান্তি পত্রিকার সম্পাদক স্বপন কুমার প্রমানিক লেখক দুগাই টুডু সুনীল বাস্কে রবীন্দ্রভারতীর অধ্যাপক এবং আরো বিশিষ্ট বর্গ উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ সহ-সভাধিপতি দেবু টুডু মহাশয় পূর্ব বর্ধমান জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব প্রমূখ।
বিশিষ্ট লেখক লেখিকাদের সম্বর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন গণেশ মারান্ডি সারজম উমুল পত্রিকা শিবানী টুডু সির্জন পত্রিকা ভগবতী টুডু দুর্গাচরণ মুর্মু সার পত্রিকা সুচিত্রা হাসদা অসিত বরণ মান্ডি প্রমূখ কবি ও লেখক। ওই অনুষ্ঠানে নাচ গান কবিতা আবৃত্তি ছবি আঁকা অল চিকি লেখা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি হয়।এবং অল চিকি অল ইতুন আসরা এর শুভ উদ্বোধন করেন দেবু টুডু।

No comments:
Post a Comment