Dinamkhobar

Post Top Ad

Sunday, December 23, 2018

২২শে ডিসেম্বর সান্তালি ভাষা বিজয় দিবস


দিনাম খবর শালবনি:- ২২শে ডিসেম্বর সান্তালি ভাষা বিজয় দিবস উপলক্ষে গোটা দেশজুড়ে আনন্দ ও উদ্দীপনার সাথে ভাষা দিবস পালন করা হলো।২০০৩ সালে ২২শে ডিসেম্বর সাঁওতালি ভাষা সংবিধানের অষ্টম তপশিলি তে অন্তর্ভুক্ত হয়েছিল সালখান মূর্মু এর নেতৃত্বে। বিভিন্ন দেশ ও বিভিন্ন রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুরের শালবনী তেও এই ভাষা দিবস পালিত হলো।শালবনি বাজারের পন্ডিত রঘুনাথ মুরমু এর স্মৃতিতে মাল্যদান করে ২২শে ডিসেম্বর উদযাপালিত হলো।মাল্যদান করেন শালবনি ভঞ্জ মুলুক ভারত জাকাত মাঝি পারগানা মহল এর পারগানা বাবা মাননীয় সনাতন হেমরম,গডেত বাবা মুনু মুর্মু ও আরোও উপস্থিত ছিল অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সেই সাথে সাথে ওই মুলুকের এই সারি সারজম পীড় এর দেউলকুণ্ডা অল ইতুন  আসড়াাতেও উদযাপিত হল ওইখানের স্থানীয় ছাত্র-ছাত্রীদের নিয়ে।

No comments:

Post a Comment

Post Top Ad