Dinamkhobar

Post Top Ad

Friday, June 14, 2024

ঝাঁটিপাহাড়ি আউট পোস্ট থানায় গণডেপুটেশন জমা দিল আদিবাসী কল্যাণ সমিতি ।



১৪ জুন ২০২৪ শুক্রবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে বাঁকুড়া জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী মানুষজন গণবিক্ষোভ এবং র‍্যালির মাধ্যমে গণডেপুটেশন দিল ঝাঁটিপাহাড়ি আউটপোস্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিককে। বস্তুত গত ৯ জুন রবিবার ঝাঁটিপাহাড়ি মেলাতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির স্টল থেকে প্রচারে বাধা এবং থানায় তুলে নিয়ে যাওয়ার হুমকি সহ লিফলেট বাজেয়াপ্ত করার বিরুদ্ধাচরণ করে এই গণডেপুটেশন দেওয়া হয়েছে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন দুপুর আড়াইটে নাগাদ ঝাঁটিপাহাড়ি রেলওয়ে স্টেশনের সন্নিকট থেকে ঝাঁটিপাহাড়ি বাজার হয়ে র‍্যালির মাধ্যমে আউট থানায় পৌঁছায় পাঁচশোর বেশি আদিবাসী মানুষজন। এই ডেপুটেশনের প্রধান দায়িত্বে ছিলেন ব্লক নেতৃত্ব দশরথ টুডু এবং বাঁকুড়া জেলা সম্পাদক কার্তিক সরেন। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ছাড়াও এ দিনের আন্দোলনে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ, পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ, ভারত জাকাত মাঝি পারগানা মহল, আদিবাসী একতা মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ববর্গ ও সদস্যরা যোগদান করেছিলেন। মিছিলে বহু যুবক যুবতী সহ আদিবাসী নারীদের যোগদান ছিল চোখে পড়ার মতো। জেলা পরিদর্শক এবং রাজ্য সহ সম্পাদক নিবারন কিস্কু বলেন আদিবাসীদের বাক স্বাধীনতা হরণ সহ মৌলিক অধিকার খর্ব করার বিরূদ্ধাচরণ করে কল্যাণ সমিতির এদিনের ডেপুটেশন। নেতৃত্ব বর্গদের সঙ্গে থানার আধিকারিকের আলোচনার পরেই আইসি সিদ্ধার্থ সাহা জনগণের উদ্দেশ্যে পুলিশের পক্ষ থেকে অগণতান্ত্রিক আচরণের জন্য ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা সহ বাজেয়াপ্ত লিফলেট গুলি জেলা সম্পাদক কার্তিক সরেনের হাতে তুলে দেন। রাজ্য সম্পাদক পার্শাল কিস্কু এদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বলেন আমাদের গণবিক্ষোভ সমাবেশ সফল হয়েছে এবং পুলিশ প্রশাসন ভুল স্বীকার সহ ভবিষ্যতে এই সংক্রান্ত বিষয়ে সচেতন থাকার আশ্বাস দিয়েছেন এটা আপামর আদিবাসীদের নৈতিক জয়।

No comments:

Post a Comment

Post Top Ad