সান্তালি নিউজ রিপোর্টারের উপর হামলা। সার সাগুন ও The hull news এর রিপোর্টার দেবদাস সরেনের উপর হামলা করা হয়। গত ১৬ই ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমান পান্ডেশ্বর থানার অন্তর্গত খট্টাডি গ্রামে এই ঘটনাটি ঘটে বলে জানা যায়। দেবদাস সরেনের অভিযোগ আগের দিন সারারাত ব্যাপী সাঁওতালি যাত্রা হয়। এবং ওই দিনেই পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। তাই সেদিন খট্টাডি গ্রামে দেবদাস ও তার সহকর্মীরা খবর সংগ্রহ করতে যাই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেদিন শুরু হয় তার আগের রাতে কিভাবে সারা রাত ব্যাপি সাঁওতালি যাত্রা পালা অনুষ্ঠিত হলো। কিসের উপলক্ষে ওই দিন যাত্রা সারারাত ব্যাপী অনুষ্ঠিত হলো। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা না করে কেন যাত্রাপালা। এরকম আরো নানান প্রশ্ন প্রথমে ওই গ্রামের মাঝি বাবা কে প্রশ্ন করতে থাকেন। এবং পরবর্তীতে ওই যাত্রা অপেরার ম্যানেজার লক্ষণ হেমরম কে প্রশ্ন করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এইভাবে সারারাত ব্যাপি যাত্রা পালা কতটা যুক্তিসঙ্গত। এনিয়ে নানান প্রশ্ন করতে থাকায় যাত্রা অপেরা ও কমিটিরা দেবদাসের উপর চড়াও হন বলে অভিযোগ। কিন্তু অপরদিকে লিটা গোসাই অপেরার ম্যানেজার লক্ষণ হেমব্রম জানান যেটা অভিযোগ করা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পরীক্ষা চলাকালীন এইভাবে যাত্রা করাটা সঠিক নয় বলে তিনি দাবি করেন। যেহেতু তারা উড়িষ্যা থেকে এসেছিল, তাই পরীক্ষা নিয়ে তারা অবগত ছিলেন না। এছাড়াও কমিটির পক্ষ থেকেও জানানো হয়নি বলে অভিযোগ । দুই পক্ষের মধ্যে যে সমস্যা হয়েছে সে সমস্যা যাতে সামাজিকভাবে সমাধান করা যাই সেটাও তিনি দাবি করেন। কিন্তু ঐদিন দেবদাসের উপর কমিটি ও অপেরার সদস্যরা চড়াও হওয়ার জন্য। গত ১৭ই ফেব্রুয়ারি পান্ডেশ্বর থানায় যাত্রা কমিটি ও অপেরা সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাই। এবং দোষীদের শাস্তির দাবিও তিনি জানান।
Post Top Ad
Sunday, February 18, 2024
Home
Unlabelled
উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন সাঁওতালি যাত্রা,খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক ।
উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন সাঁওতালি যাত্রা,খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক ।
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.

No comments:
Post a Comment