Dinamkhobar

Post Top Ad

Monday, August 29, 2022

সাঁকরাইল বিডিও অফিসে সন্দেহজনক এসটি ব্যক্তির হিয়ারিংয়ে উপস্থিত ছিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি।

 

আজ ২৯ শে আগস্ট সোমবার সাঁকরাইল বিডিও দপ্তরে একজন সন্দেহজনক এসটি সম্প্রদায়ের ব্যক্তির হিয়ারিংয়ে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে সদস্যরা উপস্থিত ছিল। হিয়ারিং এর সমগ্র প্রক্রিয়াটি বেশ দীর্ঘ সময় ধরেই চলে এবং সন্দেহজনক ব্যক্তিটির পরিবার মাত্র কয়েক বছর পূর্বে উত্তরপ্রদেশের বালিয়া থেকে পশ্চিমবঙ্গে এসে বসতি স্থাপন করেছেন সেটাও তিনি স্বীকার করেন। যাবতীয় ডকুমেন্টস দেখে এবং বিবেচনা করে সংশ্লিষ্ট আধিকারিক সেই সন্দেহজনক ব্যক্তিটিকে এবং অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন ওনার এবং ওনার পরিবারের সকলের তপশিলি উপজাতির শংসাপত্র বাতিল করা হবে। এরই সঙ্গে ইতিমধ্যে বেশ কয়েকটি সন্দেহজনক ও তপশিলি উপজাতি শংসাপত্র বাতিল করা হয়েছে বলেও সংশ্লিষ্ট আধিকারিক জানান। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে হেয়ারিং এ উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি মিতন চন্দ্র টুডু, হাওড়া জেলা শাখার সভাপতি মঙ্গল হাঁসদা, সম্পাদক বিভীষণ সরেন এবং সদস্য হিসেবে রাম দুলাল বাস্কে, রবি কুমার মুর্মু। সমগ্র ঘটনায় স্বভাবতই উচ্ছ্বসিত আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad