Dinamkhobar

Post Top Ad

Monday, August 8, 2022

বিশ্ব আদিবাসী দিবসের বিশাল প্রস্তুতি পুরুলিয়ার বরা বাজারে।

 

২৮ তম বিশ্ব আদিবাসী দিবসের প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সারা রাজ্যজুড়েই বিভিন্ন জায়গায় মহা সমারোহে পালিত হতে চলেছে বিশ্ব আদিবাসী দিবস।"বিশ্ব আদিবাসীদের আন্তর্জাতিক দিবস ২৩ ডিসেম্বর ১৯৯৪ তারিখে, জাতিসংঘের সাধারণ পরিষদ তার রেজুলেশন ৪৯/২১৪ -এ সিদ্ধান্ত নেয় যে প্রতি বছর ৯ আগস্ট বিশ্ব আদিবাসী আন্তর্জাতিক দিবস পালন করা হবে। তারিখটি আদিবাসী জনসংখ্যা সম্পর্কিত জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ ১৯৮২ সালে প্রথম বৈঠকে চিহ্নিত করে। ১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত "আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী জনগোষ্ঠী দশক" ঘোষণা করা হয় যার উদ্দেশ্য ছিল আদিবাসীদের উদ্বেগের প্রতি দৃষ্টি দেওয়া। এছাড়া ১৯৯৫ সালের ৯ আগস্টকে "বিশ্ব আদিবাসী দিবস" ঘোষণা করা হয়। জাতিসংঘ ১৯৮২ সালে সর্বপ্রথম আদিবাসীদের স্বীকৃতি দেয়।"আদিবাসীদের উপরে বঞ্চনা ও শোষণের প্রতিবাদ স্বরূপ বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসীরা ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালনে জমায়েত হতে চলেছে। সকাল দশটায় বরাবাজার আদিবাসী ল্যাম্পস ময়দান থেকে আদিবাসীরা তাদের নিজস্ব জাতীয় পোশাক, অস্ত্র এবং বাদ্যযন্ত্রে সুসজ্জিত হয়ে শহর পরিক্রমা শুরু করে সকাল সাড়ে এগারো টায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করবেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখা কমিটি ও বরাবাজার ব্লক কমিটি। সহযোগিতায় উপস্থিত থাকবে ভারত জাকাত মাঝি পারগানা মহল, ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ, বঙ্গীয় আদিবাসী মাহালি সমাজ, পশ্চিমবঙ্গ খেড়িয়া শবর কল্যাণ সমিতি, আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সমিতি, বরাবাজার আদিবাসী ল্যাম্পস, ফাও, ও বরা বাজারের সমস্ত আদিবাসী সম্প্রদায়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক পার্শাল কিস্কু, প্রবীণ সাঁওতালি লেখক গোমস্তা প্রসাদ সরেন, তেতরে পত্রিকার সম্পাদক মহাদেব হাঁসদা, স্বনামধন্য সাঁওতালি লেখিকা শোভা হাঁসদা, ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে রতন লাল হাঁসদা (পুরুলিয়া জেলা, পারগানা), বিপ্লব সরেন (জেলা গোডেৎ, বাঁকুড়া), দিশম সুসারিয়া রাজেন টুডু ( সভাপতি, জুয়ান মহল), সাঁওতা সুসারিয়া শশীকান্ত মুর্মু, ভূমিজ সমাজ থেকে হরিষ সিং সর্দার (সমাজসেবী , ঝাড়খন্ড ), তপন সর্দার (সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ), জগদীশ সিং সর্দার (কোষাধ্যক্ষ রাজ্য কমিটি ভা.আ ভূমিজ সমাজ), লক্ষিনারায়ন সিং সর্দার (রাজ্য সম্পাদক, ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি), বঙ্গীয় আদিবাসী মাহালি সমাজ থেকে মথুর চন্দ্র মাহালি (পুরুলিয়া জেলা সভাপতি), গৌউর চন্দ্র মাহালি (পুরুলিয়া জেলা সম্পাদক), বনমালী মাহালি (কোষাধ্যক্ষ), প ব শবর খেড়িয়া কল্যাণ সমিতি থেকে- জলধর শবর ( রাজ্য সম্পাদক), রত্নাবলী শবর রাজ্য সভাপতি, নির্মল শবর । আদিবাসী কঁড়া সমাজের পক্ষ থেকে সূচাঁদ মুদি সহ সভাপতি, কৃষ্ণপদ মুদি এছাড়াও বিশেষ অতিথি হিসাবে থাকছেন রামনিতা শবর সম্বর্ধনা জ্ঞাপন, অনিল কঁয়ডা (সঙ্গীত শিল্পী) ও শোভারাম টুডু AISPA বেস্ট অ্যাক্টর (শর্ট ফিল্ম - জানাম ডিন্ড) অন্যান‍্যরা। পুরুষ ও মহিলা বিভাগের তীর নিক্ষেপ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণার পরিকল্পনার হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানান হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad