Dinamkhobar

Post Top Ad

Monday, February 4, 2019

শালবনী ভঞ্জ মুলুক তিলকা পীড়ের পীড় পারগানা বাবাদের পুনর্গঠন সভা

 শালবনী ভঞ্জ মুলুক তিলকা পীড়ের পীড় পারগানা বাবাদের পুনর্গঠন সভা
 দিনাম খবর তিলকা পীড় ভঞ্জ মুলুক:- ভারত জাকাত মাঝি পারগানা মহল এর ভঞ্জ মুলুক শালবনি তিলকা পীড়ে পারগানা বাবাদের পুনর্গঠন করা হইল। গত ৩রা ফেব্রুয়ারী রবিবার ভারত জাকাত মাঝি পারগানা মহল এর শালবনী ভঞ্জ মুলুকের  অন্তর্গত তিলকা পীড়ের পারগানা বাবাদের পুনর্গঠন করা হলো। আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের  কাজকর্ম আরো সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং আদিবাসীদের নানান সামাজিক কাজকর্ম আরো সঠিকভাবে করার জন্য তিলকা পীড়ের পীড় পারগানা বাবাদের পুনর্গঠন করা হলো। আদিবাসী সমাজের নিয়ম অনুযায়ী মাঝি বাবা ও পারগানা বাবাদেরকে পুনর্গঠন করা হয় অর্থাৎ তাদের সামাজিক কাজকর্ম যাতে সঠিকভাবে পরিচালিত হয় গ্রামে তার জন্য এই মাঘ মাস আদিবাসীদের প্রথম নতুন বছর এবং সেই নতুন বছরে তারা মাঝি বাবা ও পারগানা বাবাদেরকে পুনর্গঠন করে। মাঝি পারগানা বাবাদের পুনর্গঠনের এখানে নেই কোন বাৎসরিক নির্ধারিত সময় অর্থাৎ তা নির্ভর করে তার কাজের উপর ভিত্তি করে। তিলকা পীড়ের পারগানা বাবাদের পূনর্গঠনের জন্য এই পুনর্গঠন সভাটি ডাক দেওয়া হয়েছিল ভাল্লুকশোল গ্রামে এবং এখানে উপস্থিত ছিল ওই পীড়ের সমস্ত গ্রামের মাঝি বাবারা এবং সেখানে উপস্থিত ছিল ভঞ্জ মুলুকের  পারগানা বাবারা। ওই দিন ওই পীড়ের  সমস্ত মাঝি বাবাদের  সিদ্ধান্তে ওই পিড়ের পীড় পারগানা বাবাদের কে গঠন করা হলো এবং তাদেরকে ওই পীড়ের দায়িত্ব দেওয়া হল। পীড় পারগানা বাবা হিসেবে দায়িত্ব নিলেন কারমু হেমরম জগ পারগানা বাবা হলেন যদুনাথ মুর্মু পারানিক হলেন বিশ্বনাথ হেমব্রম গডেত হলেন সুনীল হেমরম। উক্ত পুনর্গঠন সভায় ওই পীড়ের সমস্ত  সামাজিক কাজকর্মের দায় দায়িত্ব নিল এবং সামাজিক কাজকর্ম করার শপথ বাক্য পাঠ করেন।

No comments:

Post a Comment

Post Top Ad