ভারত দিশম মাঝি মাডোয়ার নেতারা উপস্থিত হলেন না পারগানা মহল এর ডাকা আলোচনা সভায়
দিনাম খবর উত্তর জগতপুর:- গত ১৬ই জানুয়ারী ভারত জাকাত মাঝি পারগানা মহল এর বিরুদ্ধে অপপ্রচার করার জন্য ভারত দিশম মাঝি মডোয়ার প্রচার গাড়ি আটক করেছিল বল্ল মুলুক২ সাত নম্বর পলশা পিড় উত্তর জগতপুর গ্রামে। এবং সেদিন ভারত দিশম মাঝি মাডোয়ার নেতাদের সেখান আলোচনায় ঢাকা হলে তারা সেদিন ওখানে আলোচনায় বসার সময় পায়নি এবং সেদিন তারা খবর দেয় যে আগামী ২৪শে জানুয়ারি আলোচনায় বসবে। কিন্তু গত ২৪শে জানুয়ারি তারা সেই আলোচনা সভায় উপস্থিত ছিল না এবং শুধু উপস্থিত ছিল সেই দিন ওই প্রচার গাড়িতে যে সব ব্যক্তিরা ছিল তারাই উপস্থিত ছিল। সেদিনের আলোচনা সভায় ভারত জাকাত মাঝি পারগানা মহল এর সমস্ত পারগানা বাবারা উপস্থিত ছিল। ঐদিন প্রচার গাড়িতে থাকা ব্যক্তিরা অর্থাৎ কিষান ও বিনয় তারা নিজেদের ইচ্ছায় ওই সভায় উপস্থিত হয় এবং অপর দুইজন অভিনাশ ও দিনেশ তারা ওই আলোচনা সভায় উপস্থিত ছিলনা তাদেরকে ঘর থেকে প্রথমে তাদের গ্রামের মাঝি বাবা ডাকে এবং তার ঢাকাতে না আসায় পরে তাদেরকে পারগানা বাবারা ঘর থেকে ডেকে নিয়ে আসে। ওই দিন ওই সভাতে অভিনাশ ও দিনেশ তারা তাদের নিজের ভুল স্বীকার করেনি এরং ওই আলোচনা সভা থেকে তাদেরকে পারগানা বাবারা পুলিশের হাতে তাদের কে তুলে দেয়। এবং বাকি দুজন তারা তাদের ভুল স্বীকার করার জন্য পারগানা বাবারা তাদেরকে ক্ষমা করে দেয়। এবং ঐদিন খড়গপুর লোকাল থানার ওসি সাহেব জানান যে ভারত দিশম মাঝি মাডোয়া এসডিও সাহেবের নির্দেশ ভায়লেট করেছে। কেননা এসডিও সাহেবের নির্দেশ অনুযায়ী নতুনভাবে কোন অস্থি বিসর্জন এর ঘাট তৈরি করা যাবে না। ওসি সাহেব এটাও জানাই যে এসডিও এর সঙ্গে কথা বলে দুই সংগঠনের মধ্যে খুব শীঘ্রই আলোচনায় বসার ডাক দিবে। ভারত জাকাত মাঝি পারগানা মহল এর সঙ্গে ওসি সাহেব আলোচনা করে সেই দিন অর্থাৎ ২৪তারিখ প্রচার গাড়িটি ছেড়ে দেওয়া হয়।
দিনাম খবর উত্তর জগতপুর:- গত ১৬ই জানুয়ারী ভারত জাকাত মাঝি পারগানা মহল এর বিরুদ্ধে অপপ্রচার করার জন্য ভারত দিশম মাঝি মডোয়ার প্রচার গাড়ি আটক করেছিল বল্ল মুলুক২ সাত নম্বর পলশা পিড় উত্তর জগতপুর গ্রামে। এবং সেদিন ভারত দিশম মাঝি মাডোয়ার নেতাদের সেখান আলোচনায় ঢাকা হলে তারা সেদিন ওখানে আলোচনায় বসার সময় পায়নি এবং সেদিন তারা খবর দেয় যে আগামী ২৪শে জানুয়ারি আলোচনায় বসবে। কিন্তু গত ২৪শে জানুয়ারি তারা সেই আলোচনা সভায় উপস্থিত ছিল না এবং শুধু উপস্থিত ছিল সেই দিন ওই প্রচার গাড়িতে যে সব ব্যক্তিরা ছিল তারাই উপস্থিত ছিল। সেদিনের আলোচনা সভায় ভারত জাকাত মাঝি পারগানা মহল এর সমস্ত পারগানা বাবারা উপস্থিত ছিল। ঐদিন প্রচার গাড়িতে থাকা ব্যক্তিরা অর্থাৎ কিষান ও বিনয় তারা নিজেদের ইচ্ছায় ওই সভায় উপস্থিত হয় এবং অপর দুইজন অভিনাশ ও দিনেশ তারা ওই আলোচনা সভায় উপস্থিত ছিলনা তাদেরকে ঘর থেকে প্রথমে তাদের গ্রামের মাঝি বাবা ডাকে এবং তার ঢাকাতে না আসায় পরে তাদেরকে পারগানা বাবারা ঘর থেকে ডেকে নিয়ে আসে। ওই দিন ওই সভাতে অভিনাশ ও দিনেশ তারা তাদের নিজের ভুল স্বীকার করেনি এরং ওই আলোচনা সভা থেকে তাদেরকে পারগানা বাবারা পুলিশের হাতে তাদের কে তুলে দেয়। এবং বাকি দুজন তারা তাদের ভুল স্বীকার করার জন্য পারগানা বাবারা তাদেরকে ক্ষমা করে দেয়। এবং ঐদিন খড়গপুর লোকাল থানার ওসি সাহেব জানান যে ভারত দিশম মাঝি মাডোয়া এসডিও সাহেবের নির্দেশ ভায়লেট করেছে। কেননা এসডিও সাহেবের নির্দেশ অনুযায়ী নতুনভাবে কোন অস্থি বিসর্জন এর ঘাট তৈরি করা যাবে না। ওসি সাহেব এটাও জানাই যে এসডিও এর সঙ্গে কথা বলে দুই সংগঠনের মধ্যে খুব শীঘ্রই আলোচনায় বসার ডাক দিবে। ভারত জাকাত মাঝি পারগানা মহল এর সঙ্গে ওসি সাহেব আলোচনা করে সেই দিন অর্থাৎ ২৪তারিখ প্রচার গাড়িটি ছেড়ে দেওয়া হয়।

No comments:
Post a Comment