Dinamkhobar

Post Top Ad

Friday, January 25, 2019

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ষোলোটি আদিবাসী পরিবার, নেই কোন সরকারি সাহায্য

 অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  ষোলোটি আদিবাসী পরিবার, নেই কোন সরকারি সাহায্য
 পিতথ মাঝি করনজিয়া উড়িসা :- গত ২৩শে জানুযারি রাত  দশটা এগারোটা নাগাদ  ষোলটা আদিবাসী পরিবারের ঘরে আগুন লেগে যায়। এ ঘটনাটি ঘটেছে উড়িষ্যা করণজিয়া ব্লকের  বাতাপালশা অঞ্চল সিঙ্গালিনাই গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে রাত্রে কি করে আগুন লাগে এবং কোথা থেকে লাগে তা জানা যায়নি। কিন্তু সেই সময় ওই বস্তি এলাকায় তে সবাই ঘুমন্ত অবস্থায় থাকাতে কেউ অনুমান করতে পারছে না যে কি করে আগুন লাগে কিন্তু সেই সময় আগুন লাগাতে ষোলটা আদিবাসী পরিবারের ঘর আগুনে চলে যায়। স্থানীয় সূত্রে এটাও জানা যায় যে ওই জায়গাতে ৫০ টিরও বেশি পরিবার ওই বস্তিতে বাস করে এবং সেই বস্তিতে বেশিরভাগ ঘরেই  তাবু ঘর থাকাতে ও  আগুন তাড়াতাড়ি লেগে যায়। ওই বস্তিতে বেশিরভাগ লাড়কা খাড়য়ে আদিবাসীরাই বাস করত।গ্রামবাসীদের কাছে থেকে এটাও জানা গেছে যে উড়িষ্যা সরকার বিকাশের নাম করে তাদের জন্ম ভিটা অর্থাৎ তাদের যেখানে প্রথম জন্মভিটা ছিল সেখান থেকে তাদেরকে সরিয়ে এই বস্তিতে তাদেরকে নিয়ে আসা হয়েছে। ওইসব আদিবাসী পরিবার প্রথম যে জায়গাতে ছিল সেখানে সেই জায়গাটি একটি বায়োস্ফিয়ার জায়গা ছিল এবং উড়িষ্যা সরকার সেখানে বলে যে শুধুমাত্র এই সব জায়গাতে জীবজন্তুর ছাড়া কোন মানুষের বসবাস হতে পারে না তাই তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ তারা যে জায়গাতে ছিল সেই জায়গাটির নাম হল রামজুড়ি। সে রামজুড়ি জায়গাটি একটি পাহাড় জায়গা অর্থাৎ বনজঙ্গল ঘেরা একটা সবুজ জায়গা ছিল এবং সেই জায়গার উপর সরকারের নজর যায় এবং সেখান থেকে আদিবাসীদের বিকাশের নাম করে তাড়িয়ে দেওয়া হয় এবং তাদের ঘর দুয়ার ভেঙে দেওয়া হয় এবং তাদেরকে এই বস্তিতে নিয়ে আসা হয়। ওই বস্তিতে নিয়ে আসার সময় তাদেরকে প্রথমে বলা হয় যে সবাইকে পাকা ঘর করে দেওয়ার জন্য কিন্তু আজ সেখান থেকে সরিয়ে আনার পর প্রায় নয় মাস হতে চললো কিন্তু সরকার সেখানে কোনো পদক্ষেপ  নেয়নি,তারা সেখানে দিন কাটাচ্ছে খড়ের ছাউনির নিচে।

ওই দিনের অগ্নিকাণ্ডে সরকার তাদের সঙ্গে এখনো পর্যন্ত দেখা করেননি এবং সেই এলাকাতে সরকারের পক্ষ থেকে এখনও কেউ পরিদর্শনে যায়নি। গ্রামবাসীদের কাছে থেকে এটাও জানা যায় যে সেদিনের অগ্নিকাণ্ডে বছর ৩৫এর এক গৃহ পুত্রবধূর অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে কটক হসপিটালে রেফার করা হয়েছে। এবং তার সঙ্গে তার দুটো ছেলের অবস্থাও খুব আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা যায়।

1 comment:

  1. Lakti menag.tabana jumid are tapam teyar Lagid .abs da gata rege mid absta

    ReplyDelete

Post Top Ad