পারগানা মহলকে নিয়ে অপপ্রচার করার জন্য প্রচার গাড়ি আটক ভারত দিশম মাঝি মাডোয়ার
দিনাম খবর ১৮ই জানুয়ারি উত্তর জগতপুর:- ভারত দিশম মাঝি মাডোয়ার প্রচার গাড়ি বন্ধ করল ভারত জাকাত মাঝি পারগানা মহল।গত ১৬ই জানুয়ারী ভারত দিশম মাঝি মাডোয়ার প্রচার গাড়ি বেরিয়ে যায় বল্ল মুলুক২ পলশা ৭ নম্বর পীড়ের উত্তর জগতপুর গ্রামে। এবং সেই সময় ওই গ্রামের কিছু গ্রামবাসী তাদেরকে প্রচার বন্ধ করার জন্য বলে। কিন্তু মাডোয়ার লোকরা গ্রামবাসীদের কথা না শুনে প্রচার করতে থাকে এবং সেই সময়ই গ্রামবাসীরা তাদের গাড়ি আটক করে। গ্রামবাসীদের কাছে থেকে জানা গেছে যে মাডোয়ার লোকেরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের নামে অপপ্রচার করছিল তাই তারা প্রচার গাড়ি সহ মাইক আটক করে। গ্রামবাসীরা জানায় যে পারগানা মহল এর নামে তারা বলে যে তাদের অস্থি বিসর্জন ঘাটে কেউ যেন না যায় এবং মাডোয়ার পক্ষ থেকে এ বছর থেকে নতুনঘাট মোহনপুর ব্রিজ সংলগ্নয় তৈরি করা হয়েছে এবং সেখানে তারা যেন যায় এবং পারগানা মহল এর ঘাটে গেলে সেখানে তাদেরকে তোলাবাজি দিতে হবে কিন্তু মাডোয়ার ঘাটে নয়। এবং তারা এটাও প্রচার করে যে পারগানা মহল ধাপ্পাবাজ তোলাবাজ তাদের ঘাটে কেউ যেন না যায় তাও তারা মাইক নিয়ে প্রচার করেছে সেদিন তাই তাদের গাড়ি কে আটক করা হয়েছে। গ্রামবাসীরা প্রচার গাড়ি কে আটক করে এবং সেই সময় ওই পীড়ের পীড় পারগানা বাবা দের কে ডাকে। এবং সেই সময় সেই পিড়ের পারগানা বাবা রামেশ্বর মান্ডি যথারীতি উপস্থিত হয় এবং যারা ওই গাড়িতে প্রচার করেছিল ওই পীড়ের পীড় পারগানা বাবা তাদের সঙ্গে কথা বলে এবং তাদের নেতৃত্ব অর্থাৎ পিকু ও সুলিল বাবু কে ডাকার নির্দেশ দেয় এবং সেই সময় তারা বলে যে এই মুহূর্তে তাদের আসা সম্ভব হবে না। এবং ঐদিন ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে উপস্থিত হয় বল্ল মুলুক২ পারগানা বাবা বাপি মুর্মু বল্লব মুলুক সহেদ জমাদার সরেন বল্ল মুলুক২ এর সমস্ত পীড়ের পীড় পরগনা বাবারা এবং পিংলা মুলুকের মুলুক পারগানা বাবা বাবলু হাসদাও সেদিন উপস্থিত হয়। এবং তাদের দুই পক্ষের মধ্যে বচসা বাধে এবং প্রশাসনিক ভাবে খড়গপুর লোকাল থানার আইসি পান্ডে বাবু সেখানে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আইসি সাহেব দুই পক্ষের মধ্যে আলোচনায় বসে এবং ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে আলোচনায় বলা হয় যে মডোয়ার নেতৃত্বরা অর্থাৎ পিকু সুলিল বাবু না থাকলে কোনমতেই আলোচনা করা সম্ভব নয়। ঐদিন মাডোয়ার প্রচার গাড়িতে থাকা বাবলু মান্ডি অভিনাশ টুডু দিনে টুডু কিষান সরেন ওই কয়েকজন ব্যক্তি ছাড়া ঘটনাস্থলে আর কেউ যায়নি বারবার তাদেরকে ডাকার সত্ত্বেও।পরে রাত নটা নাগাদ জেলা পারগানা বাবা রবীন টুডু এর নির্দেশে প্রচার গাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং মাডোয়ার লোকেরা আগামী ২৪ শে জানুয়ারি তাদের সঙ্গে আলোচনায় বসবে এবং আলোচনায় বসার পরে পুলিশের হাতে থেকে ওই প্রচার গাড়ি মাডোয়ার লোকের হাতে তুলে দেওয়া হবে কিন্তু তার আগে নয় এবং ভারত জাকাত মাঝি পারগানা মহল এর থেকে আইসি কে এটাও জানানো হয়েছে যে আগামী ২৪ তারিখ যদি মাডোয়ার লোকরা আলোচনায় না বসলে ভারত জাকাত মাঝি পারগানা মহল যে সিদ্ধান্ত নিবে তা মানতে তারা বাধ্য থাকবে। এবং প্রশাসনের পক্ষ থেকে এটাও সেদিন জানা গেছে যে তাদের কে মাইকে প্রচার করার কোন অনুমতি দেওয়া হয়নি। এবং এটাও মাডোয়ার পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে বিনা অনুমতিতে তারা সেদিন মাইকের প্রচারে বেরিয়ে ছিল।


ভালো খবর চালিয়ে যাও
ReplyDelete