দিনাম খবর ভঞ্জ মুলুক ১২ই জানুয়ারি:- আদিবাসী সমাজের রীতি রেওয়াজ অনুযায়ী মাঘ মাস প্রথম বর্ষ অর্থাৎ নতুন বছরের শুরু হয় মাঘ মাস থেকে যেটা বাংলায় বলা হয় শুভ নববর্ষ এবং সাঁওতালি ভাষা বলা হয় সাগুন নাওয়া সেরমা। এবং সেই মাঘ মাসের নতুন বর্ষে আদিবাসী সামাজিক মাঝি সিস্টেম কাজকর্ম ঠিকঠাক হয় তা নিয়ে গতকাল আলোচনা হলো ভারত জাকাত মাঝি পারগানা মহল এর পক্ষ থেকে শালবনি ভঞ্জ মুলুকে। ঐদিন শালবনি ভঞ্জ মুলুকের বিভিন্ন পীড় এর পীড়ে পারগানা বাবারা উপস্থিত ছিল এবং উপস্থিত
ছিল ভঞ্জ মুলুকের মুলুক পারগানা বাবা। আলোচনা হয় আদিবাসী সমাজের মাঝে সিস্টেম নিয়ে এবং আলোচনা হয় আদিবাসী সমাজের সামাজিক বিভিন্ন কাজকর্ম নিয়ে।আদিবাসী সামাজিক কাজকর্মের বিভিন্ন পরিকাঠামোর নিয়মাবলী সেদিন তারা একটা খসরা আকারে তৈরি করে এবং সেই খসরা পরবর্তীতে তারা জেলাস্তরে পেশ করবে।মাঘ মাস আদিবাসীদের নতুন বর্ষ এবং সেই নতুন বর্ষ থেকে আদিবাসী সামাজিক কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালিত হয় তা নিয়ে পীড়ের পীড় পারগানা বাবাদেরকে নির্দেশ দেওয়া হয় যে প্রতিটি গ্রামে গ্রামে তারা আলোচনা সভা যেন তারা করে থাকে। ঐদিন আলোচনার মূল বিষয় ছিল মিদ মাঝি মিৎ আতো মিদ নায়কে় মিৎ জাহের।মাঘ চাঁদো বালে মুলুঃ পে মাহা রে মাঘ সালে বঙ্গা বুরু।
ছিল ভঞ্জ মুলুকের মুলুক পারগানা বাবা। আলোচনা হয় আদিবাসী সমাজের মাঝে সিস্টেম নিয়ে এবং আলোচনা হয় আদিবাসী সমাজের সামাজিক বিভিন্ন কাজকর্ম নিয়ে।আদিবাসী সামাজিক কাজকর্মের বিভিন্ন পরিকাঠামোর নিয়মাবলী সেদিন তারা একটা খসরা আকারে তৈরি করে এবং সেই খসরা পরবর্তীতে তারা জেলাস্তরে পেশ করবে।মাঘ মাস আদিবাসীদের নতুন বর্ষ এবং সেই নতুন বর্ষ থেকে আদিবাসী সামাজিক কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালিত হয় তা নিয়ে পীড়ের পীড় পারগানা বাবাদেরকে নির্দেশ দেওয়া হয় যে প্রতিটি গ্রামে গ্রামে তারা আলোচনা সভা যেন তারা করে থাকে। ঐদিন আলোচনার মূল বিষয় ছিল মিদ মাঝি মিৎ আতো মিদ নায়কে় মিৎ জাহের।মাঘ চাঁদো বালে মুলুঃ পে মাহা রে মাঘ সালে বঙ্গা বুরু।

No comments:
Post a Comment