Dinamkhobar

Post Top Ad

Sunday, December 9, 2018

আসেকা সাঁওতালি শিক্ষা বোর্ডের আলোচনা সভা

আদিবাসী সাওতা সেচেদ লাকচার সেমলেদ

 শুকু মুর্মু কলকাতা ৯ই ডিসেম্বর:-আজ  পশ্চিমবঙ্গ আসেকা (আদিবাসী সাওতা সেচেদ লাকচার সেমলেদ) শিক্ষাবোর্ডের সব জেলার জেলা প্রেসিডেন্ট দের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল।এই আলোচনা সভাটি অনুষ্টিত হল আসেকা শিক্ষাবোর্ডের নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং ক্যান্টিন হল,১নং কিরণ শংকর রয় রোড কলকাতা 700001।

আগামী ১৬  ডিসেম্বর থেকে আসেকা সাঁওতালি শিক্ষা বোর্ডের যে ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের বাৎসরিক্ষ পরীক্ষা হতে চলেছে মূলত সেই বিষয় নিয়ে আজ আলোচনা হয় এবং আলোচনার সাতে সাতে সব জেলার সব ছাত্র ছাত্রী দের এডমিট দেওয়া হয় জেলা কুর্তিপক্ষ দের হাতে।ওই আলোচনা সভায় আসেকা সাঁওতালি শিক্ষা বোর্ড নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা হয় এবং কলকাতা জাহের গাড় এর বিষয় নিয়েও আলোচনাতে আলোচনা করা হয়।




1 comment:

Post Top Ad