Dinamkhobar

Post Top Ad

Saturday, December 8, 2018

মানকড় কলেজে সাঁওতালি বিভাগ প্রথম সামাজিক প্রদর্শনীতে

প্রদর্শনী অনুষ্ঠানে সাওতালি বিভাগের ছাত্র ছাত্রীরা প্রথম স্থান অধিকার করে


দিনাম খবর মানকড়:-গত ৭ও৮ই ডিসেম্বর দুদিন ব্যাপী মানকড় কলেজে সামাজিক প্রদর্শনী অনুষ্টানের সূচনা হল এবং এই সামাজিক প্রদর্শনী অনুষ্টানে মানকড় কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন।এই প্রদর্শনী অনুষ্ঠানে সাওতালি বিভাগের ছাত্র ছাত্রীরা প্রথম স্থান অধিকার করে।তাদের এই প্রদর্শনীতে মূল বিষয়টি তুলে ধরে ছিল যে আদিবাসীরা প্রাকৃতির পূজারী আদিবাসীরা মূলত গাছের তলায় পূজা করে।তার সঙ্গে এখানে প্রদর্শীত হয়েছিল আদিবাসীদের পাঠপুস্তক।

সাওতালি বিভাগে এই প্রদর্শণী তে প্রথম হওয়া ওই কলেজের প্রোপেস্বরদের অবদান ছিল বলে যান যায় ছাত্র ছাত্রী দের কাছ থেকে এবং ওই কলেজের এক প্রোপেস্বর নলিন মান্ডির সঙ্গে কথা বলে জানা যায় যে এই প্রদর্শনীতে আদিবাসীদের প্রাকৃতির বাস্তব রূপ তুলে ধরা হয়েছে।আদিবাসীরা প্রাকৃতিকে পূজা করে অর্থাদ গাছের তলায় পূজা করে মানে গাছকে পূজা করে কেননা গাছ আমাদের জীবন দাতা গাছ আমাদের অক্সিজেন দেয়, আদিবাসীদের সেই বাস্তব দিকটিকে তুলে ধরা হয়েছিল।সাওতালি বিভাগের ছাত্র ছাত্রীরা এই সামাজিক প্রদর্শনী তে প্রথম হওয়া কলেজের প্রিন্সিপাল সুকান্ত ভট্টাচার্য তাদের কে সার্টিফিকেট প্রদান করেন

No comments:

Post a Comment

Post Top Ad