Dinamkhobar

Post Top Ad

Wednesday, December 5, 2018

পুরুলিয়া জেলার নাগার পারগানা বাবা মহেশ্বর হেমব্রম পরলোকগমন করলেন


দিনাম খবর পুরুলিয়া:-ভারত জাকাত মাঝি পারগানা মহলের পুরুলিয়া জেলার নাগার পারগানা বাবা মহেশ্বর হেমব্রম প্রতিদিন মত আজও নিজের কর্মস্থানে বেরিয়ে যান এবং কর্মস্থানে যাওয়ার সময় পথ দুরঘটনায় মারা যান।তার এই মৃত্যুর খবর পেয়ে পুরুলিয়া জেলা পারগানা বাবা ও ভারত জাকাত মাঝি পারগানা মহলের সমস্ত কুর্মি হাসপাতালে ছুটে যান।মহেশ্বর বাবু জীবিকা হিসাবে তিনি ব্যাঙ্কে কাজ করতেন।তিনি আজ তার পুত্র স্ত্রী ও ভারত জাকাত মাঝি পারগানা মহলের সবাই কে ছেড়ে চলে যান।

No comments:

Post a Comment

Post Top Ad