Dinamkhobar

Post Top Ad

Wednesday, December 11, 2024

সাঁওতালি শিক্ষার স্বার্থে পৃথক শিক্ষাবোর্ড দাবিতে ২০ই ডিসেম্বর থেকে পথে নামছেন আদিবাসীরা।

 

সাঁওতালি ভাষায় শিক্ষার স্বার্থে পৃথক শিক্ষাবোর্ড গঠন করতে হবে। জঙ্গলমহল এলাকায় সাঁওতালি ভাষাকে regional language হিসাবে মান্যতা দিতে হবে। এছাড়াও একাধিক দাবিতে আদিবাসীরা পথে নামছেন। আগামী ২০ই ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালীন পথ অবরোধের ডাক দিয়েছে আদিবাসীদের সর্ববৃত্ত সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। আদিবাসীদের একাধিক দাবি দাওয়াতে ৬নং জাতীয় সড়কের খেমাশুলিতে অনির্দিষ্টকালীন এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। মূলত পাঁচ দফা দাবিতে ওই দিন এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। সাঁওতালি শিক্ষার স্বার্থে পৃথক শিক্ষাবোর্ড গঠন করতে হবে। জঙ্গলমহল এলাকাকে পঞ্চম তপশীল অন্তর্ভুক্ত সহ বনধিকার আইন ২০০৬ লাগু করতে হবে। সংবিধান স্বীকৃতি সাঁওতালি ভাষাকে পশ্চিমাঞ্চল তথা জঙ্গলমহলের রিজিন্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে মান্যতা দিতে হবে। ফেক এসটি দের চিহ্নিতকরণের জন্য আলাদা কমিশন গঠন সহ অ-আদিবাসীদের জোরপূর্বক এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। ইউসিসি বাতিলসহ একাধিক দাবিতে ওই দিন সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংগঠনের দাবি।

No comments:

Post a Comment

Post Top Ad