Dinamkhobar

Post Top Ad

Sunday, January 20, 2019

ভঞ্জ মুলুক শালবনি ব্লকের তিরলা গাঁওতার প্রতিটি গ্রামে গ্রামে মহিলা সামাজিক প্রশিক্ষণ শিবির।

ভঞ্জ মুলুক শালবনি ব্লকের তিরলা গাঁওতার প্রতিটি গ্রামে গ্রামে মহিলা সামাজিক প্রশিক্ষণ শিবির।
 দিনাম খবর শালবনি ২০ই জনুয়ারি:- আদিবাসীদের নতুন বছর মাঘ মাস এবং মাঘ মাস থেকে আদিবাসীদের নানান সামাজিক কাজকর্ম শুরু হয়। মাঘ মাস থেকে আদিবাসীরা গ্রামের মাঝি বাবাদের কে পরিবর্তন করে এবং নানান সামাজিক পূজা-পার্বণও এই মাস থেকেই শুরু হয়।এবং সামাজিক বিভিন্ন কাজ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য এই মাসে তারা এই পরিকল্পনা ও সিদ্ধান্ত নেয়।তাই ভঞ্জ মুলুক ঝান ফুল তিরলা গাঁওতাও  আদিবাসী সামাজিক কাজকর্ম যাতে সঠিকভাবে পরিচালিত হয় এবং গ্রামের প্রতিটি পুরুষ থেকে শুরু করে মহিলা পর্যন্ত যাতে জানতে পারে সঠিক ভাবে তার জন্য তারা প্রতিটি গ্রামে গ্রামে আলোচনা শিবিরের আয়োজন করছে এবং তাদের সামাজিক নানান কাজকর্মও আলোচনা শিবিরে তারা প্রকাশ করছে।তিরলা গাঁওতার সভাপতি  জ্যোৎস্না টুডু জানাই যে বর্তমান সমাজে অর্থাৎ আদিবাসী সমাজে বিশেষ করে পুরুষদের তুলনায় মহিলারা অনেকটা পিছিয়ে আছে এবং তারা যাতে সমাজের সমস্ত কাজকর্ম সঠিকভাবে জানতে পারে তাই তারা ভঞ্জ মুলুক শালবনি ব্লকের প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের সঙ্গে আলোচনা করছে এবং তাদেরকে সামাজের  কাজকর্মের প্রশিক্ষণ দিচ্ছে। গতকাল থেকে তিরলা গাঁওতার এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে ভঞ্জ মুলুক শালবনী ব্লকের ২নং অঞ্চল তিলকা পীড়  ভালুকশোল গ্রামে। 

সেদিন আলোচনা শিবিরে মহিলাদের অর্থাৎ গ্রামের মায়েদের কে বিশেষ করে সংগঠনের পক্ষ থেকে তাদেরকে জানানো হয় যে তাদের ছেলে মেয়েকে যাতে সাঁওতালি ভাষা অলচিকি অর্থাৎ নিজের মাতৃভাষাতে যাতে পড়াশোনা করে সেদিকেও তাদেরকে লক্ষ্য রাখতে হবে।আদিবাসীদের মাতৃভাষা সাঁওতালি তাই মাতৃভাষাতে তারা পড়াশোনা করলে তাদের ছেলে মেয়ে অনেকটা পথ এগোতে পারে তাই সংগঠনের পক্ষ থেকে মায়েদের কে এবং গ্রামের ছোট ছোট ভাইবোনদের কে মাতৃভাষাতে পড়াশোনা করার জন্য নির্দেশ দেওয়া হয়। এবং সংগঠনের পক্ষ থেকে প্রতিটি মা-বাবাদেরকে বলা হয়েছে যে প্রতিটি গ্রামের প্রতিটি পূজাতে তাদের ছেলে মেয়ে যেন সেখানে যায় অর্থাৎ যাতে জাহের বঙ্গা তে তাদের ছেলে মেয়ে সমান ভাবে অংশগ্রহণ করতে পারে তার দিকেও মা বাবাদের নজর রাখতে হবে। প্রতিটি ছেলে মেয়ে যেন লেখাপড়া থেকে শুরু করে সমাজের সামাজিক নানান কাজ কর্ম ও পূজা-পার্বণের সমস্ত কিছু জানতে পারে এবং একটাও ছেলে মেয়ে যাতে বাদ না যায় তাও কঠোরভাবে তাদেরকে নির্দেশ দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।ওই দিন তিরলা গাঁওতার  সমস্ত সদস্য উপস্থিত ছিল এবং তাদের সঙ্গে ভারত জাকাত মাঝি পারগানা মহল তিলকা পীড় এর সমস্ত পারগানা বাবা ও কর্মীরাও উপস্থিত ছিল। সংগঠনের সভাপতি  জানাই যে তাদের এই প্রশিক্ষণ শিবির শালবনি ব্লকের সমস্ত গ্রামে গ্রামে শুরু করবে এবং পরবর্তীতে তারা প্রতিটি জেলার প্রতিটি ব্লকে এরকম সংগঠন তৈরি করবে এবং আলোচনা শিবিরের আয়োজন করবে।

2 comments:

Post Top Ad